লিওনেল মেসি ফুটবলের জাদুকর। তার পায়ে ফুটবল নাচে। ফুটবল ভক্তদের জন্য ফুটবল ঈশ্বরের উপহার তিনি। ঈশ্বর তার ওই ‘অতিমানবীয় সন্তানকে’ বিশ্বকাপ উপহার দিয়েছেন। মেসি কাতার বিশ্বকাপের ফাইনালে জোড়া গোল করেছেন। টাইব্রেকারে এসে নিজের ‘শেষ বিশ্বকাপে’ শিরোপা জিতেছে।
তার বিশ্বজয়ে সাবেক-বর্তমান ফুটবলাররা স্তুতিতে মেতেছেন। মেসিকে বিশ্বকাপ দিয়ে ফুটবল দায় শোধ করেছে বলে মন্তব্য করেছেন অনেকে। গ্যারি লিনেকার যেমন বলেছেন-দুই দশক মেসিকে উপভোগ করা ঈশ্বরের বিশেষ দান। তেমনি তরুণ ইংলিশ মিডফিল্ডার ডিকল্যান রাইস তাকে সর্বকালের সেরা বলে দিয়েছেন।
কিংবদন্তি পেলে হাসপাতালে শুয়ে মেসির চ্যাম্পিয়ন হওয়া দেখেছেন। ফুটবল তার মতো করে বরপুত্রকে সম্মান জানিয়েছে বলে মন্তব্য করেছেন তিনি, ‘বরাবরের মতো এবারও ফুটবল তার মনোমুগ্ধকর গল্পটা নিজস্ব ঢংয়ে বলে গেছে। মেসি তার প্রথম বিশ্বকাপ জিতেছে, যেভাবে তার প্রাপ্য। আমার প্রিয় বন্ধু এবমবাপ্পে ফাইনালে চার গোল করেছে (দুই ফাইনালে), সেও ফুটবলের অসাধারণ উপহার। মরক্কোকে অভিনন্দন জানানেও ভুলছি না।’
ব্রাজিলিয়ান কিংবদন্তি রিভালদো টুইট করেছেন, ‘অসাধারণ খেলা, অসাধারণ ফাইনাল। আর্জেন্টিনা ও বন্ধু লিওনেল মেসিকে অভিনন্দন। বিশ্বকাপ চ্যাম্পিয়ন না হয়ে তোমার ফুটবল ক্যারিয়ারের শেষ টানা ঠিক হতো না। তার অসাধারণ ক্যারিয়ারকে মহিমান্বিত করতেই এই শিরোপা।’
ব্রাজিলের আরেক কিংবদন্তি রোনালদো নাজারিও বলেছেন, ‘তার ফুটবল দক্ষতা চিরশত্রুকেও পাগল করে ছাড়বে। আমি অনেক ব্রাজিলিয়ানকে দেখেছি- যারা ফাইনালে মেসির জন্য উল্লাস করেছে। তিনি এমন বিদায়েরই যোগ্য। খেলোয়াড়ের বাইরে এক যুগ অসাধারণ অধিনায়কত্বও করেছে।’ এছাড়া রোনালদিনহো, ডেভিক বেকহ্যাম পরিবারের সঙ্গে মেসির উদযাপনের ছবি দিয়ে তাকে অভিনন্দন জানিয়েছেন।
মেসির হাতে বিশ্বকাপ ওঠার পর গ্যারি লিনেকার টুইট করেছেন, ‘লিওনেল মেসিকে দুই দশক উপভোগ করতে পারা অসাধারণ প্রাপ্তি। মুহূর্তের পর মুহূর্ত তিনি অসাধারণ, শ্বাসরুদ্ধকর, আনন্দদায়ী ফুটবল উপহার দিয়েছেন। তিনি ফুটবল ঈশ্বরের উপহার। তিনি ফুটবলের শ্রেষ্ঠত্বের শিরোপা ছোঁয়ায় সত্যিই আনন্দিত।’
স্পেনের তরুণ পাবলো গাভি চ্যাম্পিয়ন মেসিকে অভিনন্দন জানিয়েছেন। নেইমার বন্ধু মেসির বিশ্বজয়ে উচ্ছ্বাস প্রকাশ করেছেন। ইংল্যান্ডের ফরোয়ার্ড থিও ওয়ালকট লিখেছেন, ‘আমার দেখা সেরা ফাইনাল। অসাধারণ এই ফাইনাাল উপহার দেওয়ায় ফ্রান্স ও আর্জেন্টিনাকে ধন্যবাদ। কোন সন্দেহ নেই মেসি সর্বকালের সেরা।’