ঈদুল ফিতরের ছুটিতে চালু থাকবে রাজধানীর মেট্রোরেল সার্ভিস। মেট্রোরেল কর্তৃপক্ষ সোমবার একথা জানিয়েছে।
ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানির সচিব (অতিরিক্ত দায়িত্ব) মোহাম্মদ আবদুর রউফ স্বাক্ষরিত এক আদেশে বলা হয়েছে, আগামী ২০ থেকে ২৩ এপ্রিল প্রতিদিনই মেট্রোরেল চলবে। ঈদের আগের দিন সকাল ৮টা থেকে দুপুর ২টা পর্যন্ত ২০ মিনিট বিরতিতে মেট্রোরেল চলাচল করবে।
ঈদের দিন মেট্রোরেল চলবে দুপুর ২টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত। আগারগাঁও, শ্যাওড়াপাড়া, কাজীপাড়া, মিরপুর-১০, মিরপুর-১১, পল্লবী, উত্তরা দক্ষিণ, উত্তরা সেন্টার ও সবশেষ উত্তরা উত্তর স্টেশনে মেট্রোরেল চলাচলা করছে।
আদেশে আরও বলা হয়, ঈদের পরের দিন থেকে আগের মতো সকাল ৮টা থেকে দুপুর ২টা পর্যন্ত ১০ মিনিট বিরতিতে মেট্রোরেল চলবে। সপ্তাহে মঙ্গলবার মেট্রোরেল বন্ধ থাকছে।