ইসরায়েলের বিভিন্ন শহরে পাল্টা ক্ষেপণাস্ত্র হামলা হিজবুল্লাহ ও হামাসের

0
12
ক্ষেপণাস্ত্র আঘাত হানার পর উদ্ধারকাজে অংশ নেন জরুরি সেবা বিভাগের কর্মীরা। হাইফা, ইসরায়েল, ৭ অক্টোবর, ২০২৪, ছবি: রয়টার্স

ইসরায়েলের হামলার জবাবে পাল্টা হামলা চালিয়েছে হামাস ও হিজবুল্লাহ। গতকাল সোমবার ইসরায়েলের বেশ কয়েকটি শহরে হামলা চালিয়েছেন ওই দুই সশস্ত্র সংগঠনের যোদ্ধারা। এ সময় ইসরায়েলজুড়ে সতর্কসংকেত বাজতে শোনা যায়। গাজা ও লেবাননে হামলা অব্যাহত রেখেছে ইসরায়েলি বাহিনী। গতকাল ইসরায়েলি বাহিনীর হামলায় গাজা ও লেবাননে অর্ধশতাধিক মানুষ নিহত হয়েছেন।

লেবাননের সশস্ত্র সংগঠন হিজবুল্লাহ জানিয়েছে, গতকাল ভোরে ইসরায়েলের তৃতীয় বৃহত্তম শহর হাইফা ক্ষেপণাস্ত্র হামলা চালান তাদের যোদ্ধারা। এরপর বিকেলেও একই শহরে দ্বিতীয় দফায় ক্ষেপণাস্ত্র হামলা চালান তাঁরা। ক্ষেপণাস্ত্র হামলার পাশাপাশি উত্তর ইসরায়েলে বিভিন্ন সামরিক স্থাপনা লক্ষ্য করে ড্রোন হামলাও চালায় হিজবুল্লাহ।

হাইফার দক্ষিণে ইসরায়েলের একটি সামরিক ঘাঁটি রয়েছে। সেই ঘাঁটি লক্ষ্য করেই ফাদি-১ ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে বলে দাবি করেছে হিজবুল্লাহ। হাইফার থেকে ৬৫ কিলোমিটার দূরের আরেক ইসরায়েলি শহর তিবেরিয়াসেও গতকাল ক্ষেপণাস্ত্র হামলা চালানোর দাবি করেছে সংগঠনটি। ইসরায়েলের সামরিক বাহিনী জানিয়েছে, তিবেরিয়াসের উত্তরাঞ্চল লক্ষ্য করে অন্তত ২০টি ক্ষেপণাস্ত্র ছোড়া হয়। এর মধ্যে কিছু ক্ষেপণাস্ত্র প্রতিহত করেছে তারা।

গতকাল জাল আল-আলম সামরিক ঘাঁটিতে ইসরায়েলের সেনা ও সাঁজোয়া যান লক্ষ্য করে হামলা চালানোর দাবি করেছে হিজবুল্লাহ। এ ছাড়া উত্তর ইসরায়েলের কারমিয়েল শহরে রকেট হামলা চালানোর দাবি করেছে তারা।

আল–জাজিরার এক প্রতিবেদনে বলা হয়েছে, লেবাননের দক্ষিণাঞ্চল থেকে ছোড়া ক্ষেপণাস্ত্রের আঘাতে হাইফায় অন্তত ১০ জন আহত হওয়ার খবর পাওয়া গেছে। যদিও ইসরায়েলের সামরিক বাহিনীর দাবি, ক্ষেপণাস্ত্র হামলায় দুজন সামান্য আহত হয়েছেন। বেশির ভাগ ক্ষেপণাস্ত্র প্রতিহত করেছে তারা।

গাজায় ইসরায়েলের নির্বিচার হামলা শুরুর এক বছর পূর্ণ হয়েছে গতকাল। ফিলিস্তিনের অবরুদ্ধ উপত্যকাটির শাসকগোষ্ঠী হামাস জানিয়েছে, গতকাল ইসরায়েলের বাণিজ্যিক নগরী তেল আবিবে একাধিক ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে তারা। হামলায় অন্তত দুজন আহত হয়েছেন বলে জানিয়েছে ইসরায়েলের একাধিক সংবাদমাধ্যম।

তেল আবিব লক্ষ্য করে একযোগে অনেক ক্ষেপণাস্ত্র ছোড়ে হামাসের সামরিক শাখা কাসেম ব্রিগেডস। গত আগস্টের পর গতকাল ইসরায়েলের কোনো বড় শহরে ক্ষেপণাস্ত্র হামলা চালাল তারা।

হামাসের এক বিবৃতিতে বলা হয়েছে, ইসরায়েল নির্বিচার হামলা চালিয়ে গাজার বেসামরিক মানুষকে হত্যা করছে। ইসরায়েলের হামলার মুখে গাজার উদ্বাস্তু ফিলিস্তিনিরা এক স্থান থেকে অন্য স্থানে পালিয়ে বেড়াচ্ছেন। ইসরায়েলের এ হত্যাযজ্ঞের প্রতিবাদে তাদের যে লড়াই চলছে, তেল আবিবে হামলা তারই অংশ।

গতকাল ক্ষেপণাস্ত্র হামলা হয়েছে ইসরায়েলের ফার ভেরাদিম শহরেও। ইসরায়েলের সামরিক বাহিনী জানিয়েছে, ক্ষেপণাস্ত্রের আঘাতে একটি বাড়ি ও কয়েকটি গাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে। তবে হতাহতের কোনো ঘটনা ঘটেনি।

গাজার আরেক সশস্ত্র প্রতিরোধ সংগঠন ইসলামিক জিহাদ জানিয়েছে, গতকাল গাজা সীমান্তবর্তী ইসরায়েলের সেদরত, নির আমসহ বেশ কয়েকটি শহরে রকেট হামলা চালিয়েছে তারা।

গতকাল তেল আবিবে ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে ইয়েমেনের হুতি বিদ্রোহীরা। হুতিদের সামরিক মুখপাত্র জেনারেল ইয়াহিয়া সারি বলেছেন, তেল আবিবে দুটি সামরিক স্থাপনা লক্ষ্য করে গতকাল ক্ষেপণাস্ত্র হামলা চালান তাঁরা। পাশাপাশি ড্রোন হামলা চালানো হয়। ইসরায়েলের এলিয়াত শহরেও একাধিক ড্রোন হামলা চালিয়েছেন হুতি যোদ্ধারা।

গাজায় হামলা অব্যাহত

গাজায় বিমান থেকে বোমা হামলার পাশাপাশি স্থল হামলাও অব্যাহত রেখেছে ইসরায়েল। গতকাল গাজার দেইর-এল-বালাহ এলাকায় আল-আকসা হাসপাতালে বিমান হামলা চালায় ইসরায়েলি বাহিনী। ইসরায়েলি সামরিক বাহিনীর দাবি, ওই হাসপাতাল ‘যুদ্ধ পরিচালনার ঘাঁটি’ হিসেবে ব্যবহার করে আসছে হামাস।

এর আগে গত রোববার রাতে দেইর-এল-বালাহর সাহদা আল-আকসা মসজিদে ইসরায়েলি বিমান হামলায় অন্তত ২১ জন নিহত হন। উদ্বাস্তু বহু ফিলিস্তিনি ওই মসজিদে আশ্রয় নিয়েছিলেন।

গতকাল গাজার খান ইউনিস এলাকায় বিমান হামলা চালায় ইসরায়েল। হামলার অল্প কিছু আগে ওই এলাকায় আশ্রয় নেওয়া ফিলিস্তিনিদের অন্যত্র সরে যাওয়ার নির্দেশ দেয় ইসরায়েলি বাহিনী। তবে স্থানীয় কর্তৃপক্ষ জানিয়েছে, অন্যত্র সরে যাওয়ার নির্দেশ দেওয়ার পরপরই হামলা শুরু হয়।

ইসরায়েলি বাহিনীর বোমা হামলার পর ধোঁয়ার কুণ্ডলী উড়তে দেখা যায়। গাজার উত্তরাঞ্চল, ফিলিস্তিন, ৭ অক্টোবর, ২০২৪
ইসরায়েলি বাহিনীর বোমা হামলার পর ধোঁয়ার কুণ্ডলী উড়তে দেখা যায়। গাজার উত্তরাঞ্চল, ফিলিস্তিন, ৭ অক্টোবর, ২০২৪, ছবি: রয়টার্স

গতকাল হাজার বির আন–নাজা, বেহিত লাহিয়া, খিরবেত আল–আদাস, গাজা সিটি ও জেইতুন শহরে বিমান হামলা চালায় ইসরায়েলি বাহিনী। এ ছাড়া গতকাল উপত্যকার বিভিন্ন এলাকায় স্থল হামলা করেন ইসরায়েলি সেনারা।

গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় জানায়, ইসরায়েলি বাহিনীর হামলায় ২৪ ঘণ্টায় গাজায় অন্তত ৩৯ ফিলিস্তিনি নিহত হওয়ার খবর পাওয়া গেছে। এ নিয়ে গত বছরের ৭ অক্টোবর থেকে ইসরায়েলি বাহিনীর হামলায় গাজার অন্তত ৪১ হাজার ৯০৯ ফিলিস্তিনি নিহত হলেন। এ ছাড়া একই সময়ে আহত হয়েছেন অন্তত ৯৭ হাজার ৩০৩ জন। তবে বিশ্লেষকদের শঙ্কা, হতাহতের এই সংখ্যা আরও অনেক বেশি।

লেবাননে ইসরায়েলি ২ সেনা নিহত

লেবাননেও নির্বিচার হামলা অব্যাহত রেখেছে ইসরায়েলি বাহিনী। গতকাল দেশটির রাজধানী বৈরুতের দক্ষিণ উপকণ্ঠে একযোগে একাধিক বিমান হামলার ঘটনা ঘটে। গতকাল বৈরুতের কেন্দ্রস্থলের একটি আবাসিক ভবনে বিমান হামলা চালায় ইসরায়েল। ইসরায়েলি সামরিক বাহিনীর দাবি, ওই ভবনে রয়েছে হিজবুল্লাহর কমান্ড সেন্টার। তবে এক বিবৃতিতে এ অভিযোগ অস্বীকার করেছে হিজবুল্লাহ।

গতকাল বৈরুতসহ দেশটির বিভিন্ন এলাকায় বোমা হামলা জোরদার করেছে ইসরায়েলি বাহিনী। লেবাননের দক্ষিণাঞ্চলের বিনত জাবেলি এলাকায় ইসরায়েলের বিমান হামলায় গতকাল দেশটির অগ্নিনির্বাপক বাহিনীর ১০ সদস্য প্রাণ হারান।

যুদ্ধবিমান থেকে ইসরায়েলি বাহিনীর বোমা হামলা ধসে গেছে ভবনের ওপরের অংশ। টাইরে, লেবানন, ৭ অক্টোবর, ২০২৪
যুদ্ধবিমান থেকে ইসরায়েলি বাহিনীর বোমা হামলা ধসে গেছে ভবনের ওপরের অংশ। টাইরে, লেবানন, ৭ অক্টোবর, ২০২৪, ছবি: রয়টার্স

লেবাননের দক্ষিণ সীমান্তে ইসরায়েলি বাহিনীর সঙ্গে হিজবুল্লাহ যোদ্ধাদের লড়াই চলছে। গতকাল লেবাননে আরও সেনা পাঠানোর ঘোষণা দিয়েছে ইসরায়েলের সামরিক বাহিনী।

হিজবুল্লাহর সঙ্গে সম্মুখ লড়াইয়ে গতকাল দুজন সেনা নিহত হওয়ার কথা জানিয়েছে ইসরায়েল। ইসরায়েলি সামরিক বাহিনী গতকাল এক বিবৃতিতে জানায়, লেবাননে আরও দুই ইসরায়েলি সেনা নিহত হয়েছেন। এ ছাড়া সম্মুখ লড়াইয়ে আহত আরও দুই সেনার অবস্থা আশঙ্কাজনক।

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.