ইরানি নতুন ড্রোন কমান্ডারকে মেরে ফেলল ইসরায়েল

0
54
ইরানে তৈরি শাহেদ ১৩৬ ড্রোন।। সংগৃহীত ছবি

ইসরায়েলি বিমান হামলায় ইরানের ড্রোন ইউনিটের দ্বিতীয় কমান্ডারও নিহত হয়েছেন। তিনি ড্রোন ইউনিটের প্রধান নিহতের পর দায়িত্বপ্রাপ্ত হয়ে ইসরায়েলে ড্রোন হামলা অব্যাহত রেখেছিলেন বলে জানিয়েছে কাতারভিত্তিক সংবাদমাধ্যম আলজাজিরা।

শনিবার (২১ জুন) আমিনপুর জোদখি নামে পরিচিত কমান্ডার নিহতে ইরানের ইসলামিক রেভোলিউশনারি গার্ডস কর্পসের (আইআরজিসি) জন্য একটি দুঃসংবাদের দিন বলে দাবি করে ইসরায়েলের সেনাবাহিনী জানিয়েছে, আইআরজিসির মনুষ্যবিহীন বিমানবাহী যান (ইউএভি) ইউনিটের নতুন কমান্ডারকে হত্যা করা হয়েছে।

সোশ্যাল মিডিয়ায় শেয়ার করা এক বিবৃতিতে ইসরায়েলি সেনাবাহিনী জানায়, বিমান বাহিনীর যুদ্ধবিমানগুলো কমান্ডারকে লক্ষ্য করে হামলা চালায়। এতে আমিনপুর জোদখি নামে পরিচিত ওই কমান্ডার নিহত হয়েছেন। তিনি ইরানের দক্ষিণ-পশ্চিম থেকে ইসরায়েলের দিকে শত শত ইউএভি ড্রোন উৎক্ষেপণের তত্ত্বাবধানে নিযুক্ত ছিলেন।

ইসরায়েলি সেনাবাহিনী আরও জানায়, এর আগে ১৩ জুন আইআরজিসির ড্রোন বাহিনীর প্রধান কমান্ডার তাহার ফারকে হত্যা করেছে ইসরায়েলি সেনাবাহিনী। জোদখি তখন থেকে কমান্ড অপারেশনের কেন্দ্রীয় ভূমিকা পালন করেছিলেন।

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.