ইন্দোনেশিয়ায় অগ্ন্যুৎপাতে ১০ জনের প্রাণহানি

0
22
ইন্দোনেশিয়ার পূর্বাঞ্চলে মাউন্ট লেওটোবি লাকি-লাকি নামে একটি আগ্নেয়গিরির অগ্ন্যুৎপাত
ইন্দোনেশিয়ার পূর্বাঞ্চলে মাউন্ট লেওটোবি লাকি-লাকি নামে একটি আগ্নেয়গিরির অগ্ন্যুৎপাতে অন্তত ১০ জনের মৃত্যু হয়েছে।
 
সোমবার (৪ নভেম্বর) ইন্দোনেশিয়ার জাতীয় দুর্যোগ ব্যবস্থাপনা সংস্থা জানিয়েছে, ফ্লোরেসের দূরবর্তী দ্বীপে একাধিক অগ্ন্যুৎপাতের ঘটনা ঘটে। রোববার মধ্যরাতের কাছাকাছি কিছু পরে মাউন্ট লেওটোবি লাকি লাকি পর্বতের অগ্ন্যুৎপাত ২ হাজার মিটার উচ্চতায় ঘন বাদামি ছাই উদ্গীরণ করে এবং তা নিকটবর্তী একটি গ্রামে আঘাত হানে। এতে বেশ কয়েকটি ঘর ও ক্যাথলিক নানদের একটি মঠ বা আশ্রম পুড়ে যায়। খবর রয়টার্সের।
 
এরই মধ্যে আশেপাশের বেশ কয়েকটি গ্রাম থেকে বাসিন্দাদের সরিয়ে নেওয়া হয়েছে। আগ্নেয়গিরি থেকে আগুনের মতো লাল লাভা, আগ্নেয়গিরির ছাই এবং জ্বলন্ত শিলা নির্গত হচ্ছে বলে জানিয়েছেন ভলকানোলজি এবং ভূতাত্ত্বিক বিপদ মোকাবেলা কেন্দ্রের মুখপাত্র হাদি উইজায়া।
 
অগ্ন্যুৎপাতের পর বিদ্যুৎ চলে যায় এবং তারপর বৃষ্টি ও বড় বড় বজ্রপাত শুরু হয়। দেশটির আগ্নেয়গিরি পর্যবেক্ষণ সংস্থা আগ্নেয়গিরির সতর্কতার স্তর সর্বোচ্চ পর্যায়ে উন্নীত করেছে এবং অগ্ন্যুৎপাত আরও ঘন হওয়ায় সোমবার মধ্যরাতের পর নিরাপত্তা অঞ্চলের ব্যাসার্ধ ৭ কিলোমিটার পর্যন্ত বাড়িয়েছে।
 
স্থানীয় কর্মকর্তারা জানান, এ অগ্ন্যুৎপাতে সাতটি গ্রাম ক্ষতিগ্রস্ত হয়েছে এবং সোমবার বিকাল নাগাদ অন্তত ১০ জন প্রাণ হারিয়েছেন।
 
এ অবস্থায় স্থানীয় সরকার আগামী ৫৮ দিনের জন্য জরুরি অবস্থা ঘোষণা করেছে। আগামী কয়েকদিনে আকস্মিক বন্যা এবং ঠান্ডা লাভার প্রবাহের বিষয়েও সতর্কতা জারি করা হয়েছে। পাশাপাশি মাউমেরে শহরে অবস্থিত বিমানবন্দর সাময়িকভাবে বন্ধ করা হয়েছে।

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.