মারধরের অভিযোগে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) ছাত্রলীগের ২ নেতার বিরুদ্ধে থানায় সাধারণ ডায়েরি (জিডি) করেছেন ইন্টার্ন চিকিৎসক আকিল হায়দার জিদান।
সোমবার নগরের পাঁচলাইশ থানায় জিডিটি করেন তিনি। দুই ছাত্রলীগ নেতা হলেন– ফয়েজ উল্ল্যাহ ও অভিজিৎ দাশ।
এদের মধ্যে অভিজিতের বিরুদ্ধে শৃঙ্খলা ভঙ্গ, মারামারিসহ বিভিন্ন অভিযোগ প্রমাণিত হওয়ায় কয়েক মাস আগে তিন বছরের জন্য বহিষ্কার করে কলেজ কর্তৃপক্ষ। আবারও তার বিরুদ্ধে চিকিৎসককে মারধরের অভিযোগ উঠল।
জিডিতে জিদান উল্লেখ করেন, রোববার রাত ১টার দিকে হাসপাতালের গাইনি বিভাগের প্রি-অপারেটিভ রুমে গিয়ে ফয়েজ ও অভিজিৎ এক রোগীকে দেখতে বলেন। ওই সময় তিনি রোগী দেখায় ব্যস্ত থাকায় কিছুক্ষণ পরে দেখবেন বলে জানান। এতে তারা ক্ষিপ্ত হয়ে গালিগালাজ শুরু করেন। একপর্যায়ে অভিজিৎ তাঁকে মারধর করেন।
এ ছাড়া হাসপাতালে ঢুকতে না দেওয়া, জুনিয়রদের দিয়ে মারধর এবং হত্যা করে লাশ গুম করার হুমকি দেন বলে অভিযোগ করেন ওই ইন্টার্ন চিকিৎসক।
নিরাপত্তাহীনতায় ভুগছেন জানিয়ে জিদান বলেন, জিডির পাশাপাশি বিষয়টি চমেক অধ্যক্ষ ও হাসপাতালের পরিচালককে জানানো হয়েছে।
এ বিষয়ে চমেক হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল শামীম আহসান বলেন, ইন্টার্ন চিকিৎসককে মারধরের বিষয়ে খোঁজ নিচ্ছি। জড়িতদের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।