ইউক্রেনে হামলা হলে মস্কোয় বোমা ফেলবেন বলে পুতিনকে হুমকি দিয়েছিলেন ট্রাম্প

পুরোনো অডিও ফাঁস

0
24
রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন ও মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প, ছবি: রয়টার্স ফাইল ছবি

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, ইউক্রেনে হামলা ঠেকাতে তিনি একবার রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনকে হুমকি দিয়েছিলেন। বলেছিলেন, পুতিন ইউক্রেনে হামলা করলে, তিনি মস্কোয় বোমা ফেলে প্রতিশোধ নেবেন। গত বছর নির্বাচনী প্রচারে ব্যক্তিগত অনুদানকারীদের সঙ্গে এক বৈঠকে ট্রাম্প এমন দাবি করেছিলেন। তহবিলদাতাদের সঙ্গে ট্রাম্পের ওই কথোপকথনের একটি অডিও হাতে পেয়েছে সিএনএন।

২০২৪ সালে এক তহবিল সংগ্রহ অনুষ্ঠানে আলাপচারিতার অডিও এটি। সেখানে ট্রাম্পকে বলতে শোনা যায়, ‘আমি পুতিনকে বলেছিলাম, আপনি ইউক্রেনে ঢুকলে আমি মস্কোয় বোমা ফেলব। আমি আপনাকে বলছি, আমার আর অন্য কোনো উপায় থাকবে না। তখন পুতিন বলেছিলেন, “আমি আপনার কথা বিশ্বাস করি না।” তবে অন্তত ১০ ভাগ হলেও তিনি আমার কথা বিশ্বাস করেছিলেন।’

তহবিলদাতাদের সঙ্গে গত বছরের ওই বৈঠকে ট্রাম্প আরও দাবি করেন, তিনি চীনের প্রেসিডেন্ট সি চিন পিংকেও একই ধরনের হুমকি দিয়েছিলেন। তিনি চিন পিংকে বলেছিলেন, যদি চীন তাইওয়ানে হামলা করে, তাহলে তার জবাবে যুক্তরাষ্ট্র বেইজিংয়ে বোমা ফেলবে।

সি চিন পিংয়ের সম্পর্কে ট্রাম্প বলেন, ‘তিনি আমাকে উন্মাদ ভেবেছিলেন।’ তবে ট্রাম্প দাবি করেছেন, চিন পিংয়ের সঙ্গে তাঁর কখনো কোনো সমস্যা হয়নি।

ট্রাম্প যখন তাঁর দ্বিতীয় মেয়াদের নির্বাচনী প্রচার চালাচ্ছিলেন, তখন এসব মন্তব্য করেছিলেন। ২০২৪ সালে নিউইয়র্ক ও ফ্লোরিডায় তার নির্বাচনী তহবিল সংগ্রহ অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন, যা অডিও টেপে রেকর্ড করা হয়।

পরে সাংবাদিক জোশ ডসি, টাইলার পেজার ও আইজ্যাক আর্নসডরফ ওই অডিওগুলো সংগ্রহ করেন। তাঁরা তাঁদের নতুন বই ‘২০২৪’-এমন কিছু তথ্য বিস্তারিতভাবে উল্লেখ করেছেন।

এই অডিও টেপগুলো আগে কখনো প্রকাশিত হয়নি। ট্রাম্পের প্রচারশিবির ওই টেপগুলোর বিষয়বস্তু নিয়ে মন্তব্য করতে রাজি হয়নি।

অডিও রেকর্ডগুলোতে ট্রাম্পের এমন এক রূপ দেখা গেছে, যা সাধারণত জনসমক্ষে দেখা যায় না। বন্ধ দরজার আড়ালে ধনী দাতাদের মন জয় করতে গিয়ে তিনি খোলামেলা কথা বলেছেন। তিনি শুধু তাঁর আগ্রাসী পররাষ্ট্রনীতির কথাই নয়, যুক্তরাষ্ট্রে বিক্ষোভ করা শিক্ষার্থীদের দেশ থেকে বিতাড়িত করার পরিকল্পনার কথাও বলেছিলেন।

পুতিন ও সি চিন পিংয়ের সঙ্গে নিজের কথোপকথনের কথা তুলে ধরে ট্রাম্প দাবি করেন, যদি জো বাইডেনের বদলে তিনি প্রেসিডেন্ট থাকতেন, তাহলে ইউক্রেন ও গাজার যুদ্ধ ঠেকানো যেত। এ দাবি তিনি আগেও করেছেন এবং এখনো করে যাচ্ছেন। যদিও বাস্তবে দুই যুদ্ধই এখনো থামেনি।

গতকাল মঙ্গলবার হোয়াইট হাউসে মন্ত্রিসভার এক বৈঠকে ট্রাম্প আবারও পুতিনকে নিয়ে হতাশা প্রকাশ করেন। তিনি অভিযোগ করেন, রুশ প্রেসিডেন্ট শান্তিচুক্তিতে রাজি হচ্ছেন না; বরং যুক্তরাষ্ট্রকে নিয়ে অনেক আজেবাজে কথা বলছেন।

ট্রাম্প বলেন, ‘আমি পুতিনের ওপর খুশি নই। আমি তাঁর আচরণে খুবই অসন্তুষ্ট।’

সিএনএন

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.