ইউক্রেনে যুদ্ধরত রুশ জেনারেল বরখাস্ত

0
141
বরখাস্ত রুশ জেনারেল ইভান পপভ

মস্কোর প্রতিরক্ষা মন্ত্রণালয়ের বিরুদ্ধে মুখ খোলার পর হঠাৎ বরখাস্ত হয়েছেন ইউক্রেন যুদ্ধে অংশ নেওয়া এক সিনিয়র রুশ জেনারেল ইভান পপভ। বুধবার রাতে টেলিগ্রামে ভয়েস নোটে তিনি বরখাস্ত হওয়ার তথ্য জানান।

ইভান পপভ ইউক্রেনে রুশ অভিযানে সবচেয়ে সিনিয়র অফিসারদের একজন। তিনি বলেন, পর্যাপ্ত সমর্থন না দিয়ে তার সৈন্যদের সঙ্গে বিশ্বাসঘাতকতা করা হয়েছে।

তার দাবি, পর্যাপ্ত সেনার অভাব, আর্টিলারি রিকনেসান্স স্টেশনের অনুপস্থিতি, শত্রু আর্টিলারি থেকে সেনাদের হতাহতের বিষয়ে প্রশ্ন তুলেছিলেন।

৫৮তম সম্মিলিত সশস্ত্র বাহিনীর এই কমান্ডার ইউক্রেনের দক্ষিণে জাপোরিঝিয়া অঞ্চলে যুদ্ধ পরিচালনায় নেতৃত্ব দেন। যুদ্ধকালে প্রকাশ্য বিরোধে এমন সিনিয়র রাশিয়ান অফিসারকে বরখাস্তের নজির ছিল না আগে।

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.