ইউক্রেনে রুশ সামরিক অভিযানের একটা পর্যায়ে নেতৃত্ব দেওয়া জেনারেল সের্গেই সুরোভিকিনকে রাশিয়ার বিমান বাহিনীর প্রধানের পদ থেকে বরখাস্ত করা হয়েছে।
এক সূত্রের বরাত দিয়ে রাশিয়ার রাষ্ট্রীয় বার্তা সংস্থা রিয়া নভোস্তি এ খবর জানিয়েছে বলে বুধবার বিবিসির এক প্রতিবেদনে বলা হয়েছে।
এতে বলা হয়েছে, বেশ কিছুদিন ধরেই জনসম্মুখে দেখা যাচ্ছিল না জেনারেল সুরোভিকিনকে। এরই মধ্যে রিয়া নভোস্তি তার বরখাস্তের খবর প্রকাশ করে।
ইউক্রেনে রাশিয়ার সামরিক অভিযান শুরুর পর বেশ কয়েক মাস কমান্ডার হিসেবে এই অভিযানের নেতৃত্বে ছিলেন জেনারেল সুরোভিকিন। তবে গত জুনে রাশিয়ার ভাড়াটে যোদ্ধা বাহিনী ওয়াগনার বিদ্রোহ করার পর থেকে তাকে আর জনসম্মুখে দেখা যায়নি।
পর্যবেক্ষকরা মনে করেন, তার বরখাস্তের সঙ্গে ওয়াগনারের সেই বিদ্রোহের সম্পর্ক রয়েছে।