আড়াই হাজার কোটি টাকা পাবে তিন মোবাইল অপারেটরের কাছে বিটিআরসি

0
199
সংবাদ সম্মেলনে বক্তব্য দেন বিটিআরসির চেয়ারম্যান মো. মহিউদ্দিন আহমেদ ছবি: সংগৃহীত

বিটিআরসির লিগ্যাল অ্যান্ড লাইসেন্সিং বিভাগের কমিশনার আবু সৈয়দ দিলজার হোসেন বলেন, মোবাইল অপারেটররা বিটিআরসির পাওনা টাকার পুরোটা না দিয়ে ১৫ শতাংশ ভ্যাট আকারে অন্তর্ভুক্ত করে টাকা দিয়েছিল। তবে আদালতের পূর্ণাঙ্গ রায় প্রকাশের পর সংশ্লিষ্ট অপারেটরদের কাছ থেকে প্রাপ্য আদায়ে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

টেলিকম খাতে জনগণকে ফাঁকি দিয়ে কেউ যেন কোনো কিছু করার সুযোগ না পায়, সে লক্ষ্যে বিটিআরসি কাজ করছে বলে জানান সংস্থাটির চেয়ারম্যান মো. মহিউদ্দিন আহমেদ।

সব অপারেটরের মুনাফা এক রকম নয়। তাদের ওপর কোনো নির্দেশনা এলে শেষ পর্যন্ত তা গ্রাহকের ঘাড়ে গিয়েই চাপে, এমন এক প্রশ্নের জবাবে বিটিআরসির সিস্টেমস অ্যান্ড সার্ভিসেস বিভাগের মহাপরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মো. নাসিম পারভেজ বলেন, অপারেটরগুলোর আর্থিক নিরীক্ষা বিটিআরসিও করে থাকে। গ্রাহকের তুলনায় যে রাজস্ব আসার কথা, তা কারোরই কম না। তবে সবার মুনাফা আনুপাতিক হারে সমান নয়।

বিটিআরসির কমিশনাররা বলেন, এটা সরকারের রাজস্ব, জনগণের টাকা। কোনো চাপ তৈরির জন্য এবং অযৌক্তিক কোনো দাবিও না। বিটিআরসি তার প্রাপ্য বুঝে নেবে।

তিন অপারেটর বাদেও সরকারি মালিকানাধীন মোবাইল অপারেটর টেলিটকের কাছেও বিটিআরসি ১ হাজার ৯০০ কোটি টাকার বেশি পাওনা রয়েছে। সংবাদ সম্মেলনে সে টাকা আদায় প্রসঙ্গে জানতে চাইলে কোনো উত্তর দেননি বিটিআরসি কর্মকর্তারা।

বিটিআরসির লিগ্যাল অ্যান্ড লাইসেন্সিং বিভাগের পরিচালক তারেক হাসান সিদ্দিকীর সঞ্চালনায় অনুষ্ঠানে আরও বক্তব্য দেন স্পেকট্রাম বিভাগের কমিশনার শেখ রিয়াজ আহমেদ, কমিশনার মুশফিক মান্নান চৌধুরী, লিগ্যাল অ্যান্ড লাইসেন্সিং বিভাগের মহাপরিচালক আশীষ কুমার কুণ্ডু, বিটিআরসির আইনজীবী খন্দকার রেজা- ই-রাকিবসহ প্রমুখ।

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.