আসামিদের অব্যাহতি দেওয়ার চেষ্টাকারী পুলিশের বিরুদ্ধে ব্যবস্থা: স্বরাষ্ট্র উপদেষ্টা

0
7
স্বরাষ্ট্র উপদেষ্টা লে. জেনারেল (অব.) জাহাঙ্গীর আলম চৌধুরী।
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে হত্যা মামলার তদন্ত প্রতিবেদনে সাবেক আইনমন্ত্রী আনিসুল হকসহ আলোচিত তিন আসামিকে হত্যা মামলা থেকে অব্যাহতি দেওয়ার চেষ্টাকারী পুলিশের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা লে. জেনারেল (অব.) জাহাঙ্গীর আলম চৌধুরী।
 
বুধবার (২৫ ডিসেম্বর) সন্ধ্যায় রাজধানীর কাকরাইলের সেন্ট মেরি ক্যাথেড্রাল গির্জায় বড়দিন উদযাপন পরিদর্শনে গিয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা জানান।
 
স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, যিনি এমন কাজ করেছেন, তাকে অবশ্যই আইনের আওতায় আনা হবে। তিনি বর্তমানে ছুটিতে আছেন। তবে ছুটি বেশিদিন স্থায়ী হবে না। তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।
 
জাহাঙ্গীর আলম বলেন, এ ধরনের কাজ আমরা কখনও প্রশ্রয় দেব না। এভাবে চার্জশিট বা তদন্ত প্রতিবেদন দাখিল করার নিয়ম নেই। কিন্তু তদন্তকারী কর্মকর্তা সেটা মানেননি।
 
এ সময় চাঁদপুরের মেঘনায় বহুল আলোচিত সারবোঝাই কার্গো জাহাজে সাত খুনের ঘটনার দ্রুত সুরাহা হবে বলে জানান উপদেষ্টা। তিনি বলেন, ওই ঘটনায় যারা খুন হয়েছেন তাদের সবার মোবাইল উদ্ধার করা হয়েছে। হত্যাকাণ্ডের মোটিভ এখনও জানা যায়নি। তবে আটককৃত ব্যক্তি জবানবন্দি দিয়েছেন। খুব দ্রুত এই মামলার সুরাহা হবে বলে আমি আশাবাদী।
 
প্রসঙ্গত, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে হত্যার দুটি মামলায় সাবেক আইনমন্ত্রী আনিসুল হক, ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার সাবেক বেসরকারি শিল্প ও বিনিয়োগ উপদেষ্টা সালমান এফ রহমান এবং সাবেক আলোচিত সেনা কর্মকর্তা জিয়াউল আহসানকে অব্যাহতি দিয়ে চূড়ান্ত প্রতিবেদন তৈরি করেছিলেন পুলিশের একজন তদন্ত কর্মকর্তা। ইতোমধ্যে তাকে বরখাস্ত করা হয়েছে।

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.