উখিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ মোহাম্মদ আলী বলেন, ২০ থেকে ৩০ জন রোহিঙ্গা সন্ত্রাসী ভোররাতে আশ্রয়শিবিরের এইচ ব্লকের রোহিঙ্গা নেতা শাহাব উদ্দিনের ঘর ঘেরাও করে। এরপর গুলি ও ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে হত্যা করে পালিয়ে যায়। নিহত মাঝি শাহাব উদ্দিনের বুক, পেট ও ডান হাতে ছুরি দিয়ে আঘাত করা হয়। নাভির ওপরে গুলির চিহ্ন রয়েছে। ঘটনাস্থলেই শাহাব উদ্দিনের মৃত্যু হয়েছে। আশ্রয়শিবিরের আধিপত্যকে বিস্তারকে কেন্দ্র করে হত্যাকাণ্ডের ঘটনা ঘটেছে।
পুলিশ জানায়, সন্ধ্যা পর্যন্ত হত্যাকাণ্ডের ঘটনায় কাউকে গ্রেপ্তার করা সম্ভব হয়নি। মামলাও হয়নি। সন্ত্রাসীদের ধরতে আশ্রয়শিবিরে অভিযান চালাচ্ছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী।