আলিয়া আমার প্রথম স্ত্রী নয় উল্লেখ করে রণবীরের বিস্ফোরক মন্তব্য

0
10
রণবীর কাপুর-আলিয়া

২০২২ সালের এপ্রিলে বিয়ে করেন রণবীর কাপুর-আলিয়া ভাট। সে বছর জুন মাসে সন্তান আগমনের সুখবর ভাগ করে নেয় এই দম্পতি। গত বছরের নভেম্বর মাসে জন্ম হয় কন্যাসন্তান রাহার। দেখতে দেখতে প্রায় ২ বছর বয়স হল তার।

সব মিলিয়ে বলিউড দম্পতিদের মধ্যে অন্যতম সুখী রণবীর-আলিয়া। তবে এবার রণবীর জানেলেন অন্য কথা, আলিয়া তার প্রথম স্ত্রী না। এ খবর প্রকাশ্যে আসতেই বলিউডে শুরু হয়েছে তুমুল আলোচনা।

মিডিয়ার সামনে খুব একটা কথা বলতে দেখা যায় না এই বলিউড তারকাকে। তবে যখন কথা বলেন নিজের কোনো কথা গোপণ রাখেন না। ভারতীয় গণমাধ্যমের প্রতিবেদন অনুযায়ী, সম্প্রতি এক স্বাক্ষাৎকার অভিনেতার সবচেয়ে পাগল এক ভক্ত সম্পর্কে জানতে চাইলে তিনি বলেন, সিনেমাতে যখন ক্যারিয়ার শুরু করি। তখন এক মেয়ে ভক্ত আমাকে বিয়ে করার জন্য বাড়ি চলে আসে। তখন আমি শহরের বাইরে ছিলাম। কাজ শেষ করে বাড়িতে ফিরলে ওয়াচম্যান আমাকে বলেছিল একজন মেয়ে আমাকে বিয়ে করার জন্য পুরোহিতের সঙ্গে নিয়ে এসেছিল। আমাকে না পেয়ে আমার গেটকেই বিয়ে করেছিল। গেটে টিকা এবং ফুল রেখে গিয়েছিল। আমি এখনও পর্যন্ত আমার প্রথম স্ত্রীকে দেখিনি।

এই মন্তব্যের পর থেকেই রণবীরের ‘প্রথম স্ত্রী’ কে তা নিয়ে কৌতূহল শুরু হয়েছে ভক্তদের মাঝে। ভারতীয় গণমাধ্যগুলো জানিয়েছে অভিনেতা মজা করেই ঘটনাটি শেয়ার করেছেন। তবুও বিষয়টি বলিউডপ্রেমীদের মধ্যে বেশ হাস্যরসের জন্ম দিয়েছে।

 

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.