আর্থিক সংকটে ইভিএম প্রকল্প এবার হচ্ছে না: ইসি সচিব

0
218
ইলেকট্রনিক ভোটিং মেশিন

আর্থিক সংকটের কারণে ইলেকট্রনিক ভোটিং মেশিন (ইভিএম) প্রকল্পটি আপাতত হচ্ছে না বলে জানিয়েছেন ইসি সচিব মো. জাহাংগীর আলম।

আজ সোমবার দুপুরে জরুরি এক সংবাদ সম্মেলনে তিনি এ কথা জানান।

জাহাংগীর আলম বলেন, ‘ইভিএমের প্রকল্পটি বিস্তারিত পরীক্ষা-নিরীক্ষা ও পর্যালোচনার পর এবং বর্তমান বৈশ্বিক প্রেক্ষাপটে সরকারের আর্থিক সামর্থ্য বিবেচনায় আপাতত প্রক্রিয়াকরণ না করার জন্য সিদ্ধান্ত গৃহীত হয়েছে।’

তিনি বলেন, ‘এটা এ মুহূর্তে রান করছে না, পরবর্তীতে রান করবে।’

ইসি সচিব জানান, পরিকল্পনা কমিশন ইতোমধ্যে নির্বাচন কমিশনকে এ বিষয়ে জানিয়েছে।

এর ফলে দ্বাদশ সংসদ নির্বাচনে সর্বোচ্চ দেড়শ’ আসনে ইভিএমে ভোট নেওয়া সম্ভব হচ্ছে না। এ বিষয়ে ইসি সচিব বলেন, ২০১৮ সালের ইভিএম দিয়ে যতটুকু সম্ভব করা হবে। সেক্ষেত্রে ৫০-৬০ আসনে ইভিএমে ভোট হতে পারে।

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.