আর্জেন্টাইন ক্লাবের সঙ্গে চুক্তির অপেক্ষায় জামাল ভূঁইয়া

0
183

সোমবার রাত থেকেই সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে যায় আর্জেন্টিনার ক্লাবে খেলবেন জামাল ভূঁইয়া। আর্জেন্টিনার তৃতীয় বিভাগের দল সোল দে মায়োতে ক্লাবের কর্তারা জামালের সঙ্গে চুক্তি করতে ঢাকায় এসেছেন। কিন্তু শেখ রাসেল ক্রীড়া চক্রের সঙ্গে চুক্তিবদ্ধ হওয়ায় আর্জেন্টাইন ক্লাবের সঙ্গে চুক্তি করতে পারছেন না বাংলাদেশ জাতীয় ফুটবল দলের অধিনায়ক।

মঙ্গলবার গোপালগঞ্জে আবাহনী ও শেখ রাসেলের মধ্যকার ফেডারেশন কাপ ম্যাচ শেষে ঢাকায় ফেরার পথে ফোনে সঙ্গে আর্জেন্টিনার ক্লাব থেকে প্রস্তাব পাওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন এ মিডফিল্ডার, ‘হ্যাঁ আর্জেন্টিনার ক্লাবটি আমাকে খেলার প্রস্তাব দিয়েছে। তারা বর্তমানে ঢাকায় আছে। কাল আমি শেখ রাসেলের কাছে লিখিতভাবে ছাড়পত্রের জন্য আবেদন করব। সেখান থেকে সবুজসংকেত পেলেই সোল দে মায়োতের সঙ্গে চুক্তি করব।’

লাতিন আমেরিকার দেশটির ক্লাব যে প্রস্তাব দিয়েছে জামালকে, তা শেখ রাসেলের চেয়ে দ্বিগুণ বলে জানা গেছে। রাসেলের সঙ্গে জামালের চুক্তি এ বছরের জুলাই পর্যন্ত। আর আর্জেন্টিনার ক্লাবের খেলা মার্চে। তাই ছাড়পত্র পেলে শুরু থেকেই সোল দে মায়োতের জার্সি গায়ে জড়াতে পারবেন জামাল, ‘আর্জেন্টিনার মতো ফুটবলের দেশের কোনো ক্লাবের প্রস্তাব পাওয়াটা আমার জন্য অনেক বড় পাওয়া। শুধু আমার জন্যই নয়, এটা ফুটবলের জন্যও ইতিবাচক। আশা করি, শেখ রাসেল আমাকে খেলার ছাড়পত্র দেবে।’

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.