লাতিন আমেরিকার আকাশে আরেকটি চীনা নজরদারি বেলুনের সন্ধান পেয়েছে বলে জানিয়েছে মার্কিন প্রতিরক্ষা দপ্তর পেন্টাগন। খবর: সিএনএন’র।
যুক্তরাষ্ট্রের আকাশে এমন বেলুনের সন্ধান জানানোর একদিন পর শুক্রবার রাতে দ্বিতীয়টির কথা জানাল পেন্টাগন।
পেন্টাগনের মুখপাত্র ব্রিগেডিয়ার জেনারেল প্যাট্রিক রাইডার এক বিবৃতিতে বলেছেন, ‘লাতিন আমেরিকার আকাশে একটি বেলুনের রিপোর্ট দেখছি, এটি চীনের আরেকটি নজরদারি বেলুন।’
যুক্তরাষ্ট্রের আকাশসীমায় অবস্থানরত তিনটি বাসের সমান সাইজের বেলুন গুলি করে ভূপাতিত করার কথা ভাবা হলেও এতে কোনো ধরণের তেজস্ক্রিয় পদার্থ থাকতে পারে এবং এতে মানুষজনের সম্ভাব্য ক্ষতি বিবেচনায় নিয়ে সে চিন্তা থেকে সরে আসেন মার্কিন প্রতিরক্ষা কর্মকর্তারা।
এদিকে চীনের পররাষ্ট্র মন্ত্রণালয় আজ শনিবার এক বিবৃতিতে দুর্ঘটনাবশত বেলুন যুক্তরাষ্ট্রের আকাশসীমায় চলে গেছে বলে দাবি করেছে। অন্যদিকে এ ঘটনায় মার্কিন পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিনকেন আগামী সপ্তাহের চীন সফর স্থগিত করেছেন।