আমিরাতের কাছে আবারও ৩–১ গোলে হারল বাংলাদেশের মেয়েরা

0
16
সংযুক্ত আরব আমিরাতের বিপক্ষে দ্বিতীয় প্রীতি ম্যাচেও হেরেছে বাংলাদেশ নারী দল, বাফুফে

সংযুক্ত আরব আমিরাতের বিপক্ষে দ্বিতীয় প্রীতি ম্যাচেও হারল বাংলাদেশ জাতীয় নারী ফুটবল দল। প্রথম ম্যাচের মতো আজ  দ্বিতীয় ম্যাচেও ৩-১ গোলে হেরেছে বাংলাদেশের মেয়েরা।  আমিরাত ফুটবল অ্যাসোসিয়েশন মাঠে বাংলাদেশের হয়ে একমাত্র গোলটি করেন অধিনায়ক আফঈদা খন্দকার।

ধারেভারে আমিরাতের চেয়ে অনেকটা পিছিয়ে বাংলাদেশ। তার ওপর সর্বশেষ সাফ খেলা আট ফুটবলারের সঙ্গে বয়সভিত্তিক দলের খেলোয়াড়দের নিয়ে একপ্রকার টেনেটুনে আমিরাত সফরের জন্য দল সাজান কোচ পিটার বাটলার। একদিকে নারী ফুটবলে সংকট, অন্যদিকে আমিরাত মিশন—এই ইংলিশ কোচ রীতিমতো মহা পরীক্ষায় পড়ে যান। যদিও প্রথম ম্যাচের পর তিনি দুই দলের অভিজ্ঞতার তফাৎটা ব্যাখ্যা করেছেন। বারবার বাস্তবতাকে চোখে আঙুল দিয়ে দেখানোর চেষ্টাও ছিল তাঁর।

আজও বাংলাদেশের একমাত্র গোলটি আফঈদা খন্দকারের
আজও বাংলাদেশের একমাত্র গোলটি আফঈদা খন্দকারেরফাইল ছবি

আজ মাঠের পারফরম্যান্সে আরও একবার সেই ব্যবধানটা বুঝল বাংলাদেশের মেয়েরা। প্রথমার্ধে অভিজ্ঞ আমিরাতের সামনে দাঁড়াতেই পারেননি সুলতানা-শাহিদারা৷ এই সময়ে ২ গোল খায় তাঁরা। কোচ অবশ্য গোলের পথ আটকানোর জন্য রক্ষণভাগে চারজন খেলোয়াড় রাখেন। তারপরও শেষ রক্ষা হয়নি। বিরতির পর এক গোল হজমের বিপরীতে পেনাল্টি থেকে এক গোল শোধ করেন আফঈদা।

পুরো সফরে বাংলাদেশ দুবার গোল উদ্‌যাপন করেছে। আর সেই উদ্‌যাপনের উপলক্ষ এনে দিয়েছেন আফঈদা। প্রথম ম্যাচের পর দ্বিতীয় ম্যাচেও স্পট কিক থেকে গোল করেছেন এই ডিফেন্ডার। তবু দুই ম্যাচ হারের তিক্ত অভিজ্ঞতা নিয়েই আগামীকাল দেশে ফিরছে বাংলাদেশ দল।

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.