আমার নাম ভাঙিয়ে কেউ চাঁদা চাইলে মনে করবেন, সে আমার লোক না: সারজিস

0
20
সারজিস আলম

কিছু রাজনৈতিক দলের মানুষ এখনও অপকর্ম করে যাচ্ছে বলে মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলম।

শুক্রবার (৪ জুলাই) দুপুরে পঞ্চগড়ের আটোয়ারী উপজেলার আটোয়ারী বাজারে এনসিপির নতুন অফিস উদ্বোধনকালে তিনি এ মন্তব্য করেন।

সারজিস আলম বলেন, নতুন বাংলাদেশে কিছু রাজনৈতিক দলের মানুষ এখনও অপকর্ম করে যাচ্ছে। আটোয়ারীর হাটবাজারে দেখবেন, ট্রাক পার হতে চাঁদা দিতে হয়। ইউনিয়ন পরিষদ কিংবা উপজেলা পরিষদ থেকে সুবিধা পেতেও চাইলে টাকা দিতে হয়। যারা কিছু টাকার জন্য এমন করে, তারা আবার বিভিন্ন দলের পোস্টধারী নেতা। তাদের দিয়ে আগামীর বাংলাদেশে উন্নতি সম্ভব নয়।

তিনি আরও বলেন, আটোয়ারীতে আমার নাম ভাঙিয়ে কেউ যদি কোনোদিন কাজের জন্য ১ টাকাও চাঁদা দাবি করে, মনে করবেন সে আমার লোক না। আজ ঘোষণা দিলাম—আপনারা কেউ কোনোদিন কাউকে কাজের জন্য টাকা চাইলে দেবেন না।

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) উত্তরাঞ্চলের এই মুখ্য সংগঠক বলেন, যে কাজটি যৌক্তিক এবং মানুষের জন্য করা উচিত, সে কাজটি আমি এমনিতেই করব। কিন্তু যেটা সম্ভব নয়, অবৈধ—সেটা অনুরোধ করলেও করব না।

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.