শ্রীলঙ্কার বিপক্ষে কাল তৃতীয় ওয়ানডেতে বাংলাদেশ হারল কেন? কারণ হয়তো একাধিক। তবে বাংলাদেশ অধিনায়ক মেহেদী হাসান মিরাজ ম্যাচ শেষে মূল কারণ হিসেবে জুটি গড়তে না পারার কথা বলেছেন।
পাশাপাশি তাঁর আউটে যে বাংলাদেশ চাপে পড়েছে, সেটিও স্বীকার করেছেন শ্রীলঙ্কা সিরিজে স্থায়ীভাবে বাংলাদেশের ওয়ানডে অধিনায়কের দায়িত্ব পাওয়া এই অলরাউন্ডার।
শ্রীলঙ্কার ২৮৫ রান তাড়া করতে নেমে মিরাজ ও তাওহিদ হৃদয় চতুর্থ উইকেটে ৪৩ রানের জুটি গড়েন। এ জুটিতে বাংলাদেশ দল স্বপ্নও দেখছিল। কারণ, মিরাজ বেশ ইতিবাচক ক্রিকেট খেলছিলেন।
তবে ২১তম ওভারের শেষ বলে দুনিথ ভেল্লালাগের বলে ২৫ বলে ২৮ রান করে মিরাজ আউট হওয়ার পর বাংলাদেশের জন্য সমীকরণটা কঠিন হয়ে যায়। তাঁর আউটের পর বাংলাদেশের ২৯ ওভারে ১৮১ রান প্রয়োজন ছিল। মিরাজও ম্যাচ শেষে বলছেন, তাঁর আউট বাংলাদেশকে বিপদে ফেলেছে।
বাংলাদেশ অধিনায়কের ভাষায়, ‘আমি আউট হওয়ার ফলে দল চাপে পড়ে। আমি রান রেটের সঙ্গে তাল মিলিয়ে খেলার চেষ্টা করছিলাম। প্রতি ওভারে অন্তত একটি বাউন্ডারি নেওয়ার পরিকল্পনা ছিল, যেন হৃদয়ের ওপর চাপ না পড়ে। তাই হিসাব করে ঝুঁকি নিয়েছিলাম। কিন্তু শটটা ঠিকভাবে খেলতে পারিনি। ঠিকভাবে খেললে ছক্কা হতো।’

বাংলাদেশের ইনিংসে কোনো পঞ্চাশোর্ধ্ব রানের জুটি নেই। সর্বোচ্চ জুটিটি মিরাজ ও হৃদয়ের কাছ থেকেই এসেছে। মিরাজ বলছেন এমন জুটিতে ম্যাচ জেতা কঠিন, ‘হৃদয় ও জাকের যখন ব্যাটিং করছিল, তখনো বিশ্বাস ছিল ম্যাচ জিততে পারি। কিন্তু শ্রীলঙ্কার মতো বড় জুটি গড়তে পারিনি। তারা ১০০ রানে তিন উইকেট হারানোর পর কুশল মেন্ডিস ও আসালাঙ্কা ১২৪ রানের জুটি গড়েছে। মাঝের ওভারগুলোতে জুটি খুবই গুরুত্বপূর্ণ। আমরা কিছু ৪০ রানের জুটি পেয়েছি, কিন্তু এগুলো দিয়ে ম্যাচ জেতা কঠিন।’
১৮৬ রানে অলআউট হওয়ার পথে বাংলাদেশের হয়ে সর্বোচ্চ ৫১ রান করেন হৃদয়। পারভেজ হোসেন ও মিরাজের সঙ্গে যথাক্রমে ৪২ ও ৪৩ রানের দুটি জুটি গড়েছিলেন হৃদয়। তবে কেউই সেট হওয়ার পর ইনিংস টানতে পারেননি।
ওয়ানডে সিরিজের তিন ম্যাচেই বাংলাদেশ ৫০ ওভার ব্যাটিং করতে পারেনি। প্রথম ম্যাচে ৩৫.৫, দ্বিতীয়টিতে ৪৫.৫ ও তৃতীয় ম্যাচে ৩৯.৪ ওভারে গুটিয়ে গেছে বাংলাদেশ।
এ নিয়ে মিরাজ বলেছেন, ‘তিন ম্যাচেই ৫০ ওভার ব্যাট করতে না পারাটা অবশ্যই চিন্তার বিষয়। ঠিকভাবে ব্যাটিং করতে পারলে আমাদের জন্য ভালো হতো। মিডল অর্ডারের ব্যাটসম্যান, আমারও আরও দায়িত্ব নিতে হবে। আমি নিজেও অনেক বল খেলতে পারিনি। এটা আরও ভালো হতে পারত। আমাদের উন্নতির অনেক জায়গা আছে।’