বিশ্ব ইজতেমার প্রথম দিন আজ শুক্রবার (১৩ জানুয়ারি) পাকিস্তানের মাওলানা জিয়াউল হক বাদ ফজর আম বয়ান করেন। তাঁর আম বয়ানের মধ্য দিয়ে আনুষ্ঠানিকভাবে শুরু হয়েছে বিশ্ব ইজতেমার প্রথম পর্ব।
ইজতেমার মিডিয়া সমন্বয়কারী মুফতি জহির ইবনে মুসলিম জানান, বাদ জুমা ইজতেমায় বয়ান করবেন মাওলানা ইসমাইল, বাদ আছর মাওলানা জুবায়ের এবং বাদ মাগরিব মাওলানা আহামদ ও ওমর ফারুক বয়ান করবেন।
এসব শীর্ষস্থানীয় মুরুব্বিদের বয়ান শুনে কাটবে বিশ্ব ইজতেমায় প্রথম পর্বে অংশ নেওয়া লাখ লাখ মুসুল্লির প্রথম দিন।
আখেরি মোনাজাতের আগ পর্যন্ত এভাবেই প্রতিদিন পর্যায়ক্রমে শীর্ষস্থানীয় মুরুব্বিরা বয়ান করবেন। এরই মধ্যে দেশ-বিদেশের বিভিন্ন অঞ্চলের লাখ লাখ মানুষ গাজীপুরে টঙ্গী তুরাগ তীরে বিশ্ব ইজতেমার ময়দানে এসে জড়ো হয়েছেন। তাবলীগ জামাত আয়োজিত বিশ্বের মুসলিম উম্মাহর দ্বিতীয় বৃহৎ সমাবেশ হলো বিশ্ব ইজতেমা।
কনকনে শীতের মধ্যে চলমান বিশ্ব ইজতেমায় অনেক মুসল্লি অসুস্থ হয়ে পড়েছেন। এ পর্যন্ত শহীদ আহসান উল্লাহ মাস্টার জেনারেল হাসপাতালে এক হাজার ৩১৩ জন মুসল্লি চিকিৎসা নিয়েছেন। এর মধ্যে একজন ভারতের মুসল্লিসহ ১০জন মুসল্লি ভর্তি আছেন। তিনজনকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। হাসপাতালের তত্ত্ব্বধায়ক জাহাঙ্গীর আলম এসব তথ্য জানান।
আগামী রোববার (১৫ জানুয়ারি) আখেরি মোনাজাতের মধ্য দিয়ে শেষ হবে এবারের বিশ্ব ইজতেমার প্রথম পর্ব।