৩০ আগস্ট রাজস্থানের যোধপুরে তাঁর জন্ম। তবে ছোটবেলা কেটেছে ভারতের বিভিন্ন শহরে। বাবা ছিলেন সেনা কর্মকর্তা, বদলির চাকরি হওয়ার সুবাদে ভারতের নানা প্রান্তে সময় কেটেছে চিত্রাঙ্গদার
গার্হস্থ্য অর্থনীতিতে পড়াশোনা শেষ করেন। মডেলিং দিয়ে নজর কাড়ার পর তাঁকে দেখা যায় সিনেমায়
তারার তারায় পর্দা নামল ল্যাকমের
২০০৫ সালে সুধীর মিশ্রর ‘হাজারো খোয়াশি অ্যায়সি’ দিয়ে অভিষেক, প্রথম ছবিতেই জিতে নেন বলিউড মুভি অ্যাওয়ার্ডে সেরা নবাগত অভিনেত্রীর পুরস্কার
গলফার জ্যোতি রানধাওয়াকে বিয়ে করেন ২০০১ সালে। ২০১৩ সালে তাঁরা আলাদা হয়ে যান, আনুষ্ঠানিক বিচ্ছেদ হয় ২০১৫ সালে
প্রথম ছবির পরই অভিনয় থেকে তিন বছরের বিরতি নেন। ফেরেন ‘সরি ভাই’ দিয়ে। তবে ২০০৮ সালে ছবিটি যে সপ্তাহে মুক্তি পায়, সে সপ্তাহেই মুম্বাইতে সন্ত্রাসী হামলার ঘটনা ঘটে। ছবিটি বক্স অফিসে ভরাডুবি হয়
২০২১ সালে সর্বশেষ ‘বব বিশ্বাস’ ছবিতে অভিষেক বচ্চনের বিপরীতে দেখা যায় তাঁকে, গত বছর ‘মর্ডান লাভ মুম্বাই’ দিয়ে হয় ওটিটিতে অভিষেক
চিত্রাঙ্গদা সিংকে এবার দেখা যাবে ‘গ্যাসলাইট’ ছবিতে। মার্ডার-মিস্ট্রি ঘরানার ছবিটিতে তাঁর সঙ্গে আছেন সারা আলী খান ও বিক্রান্ত ম্যাসি। ৩১ মার্চ সরাসরি ওটিটিতে মুক্তি পাবে ছবিটি
অভিনয় কম করা প্রসঙ্গে ছবিটি মুক্তির আগে ইন্ডিয়া টুডেকে চিত্রাঙ্গদা বলেন, ‘বারবার একই ধরনের চরিত্রে প্রস্তাব পাই, তাই বেশি সিনেমা করি না। ঘুরেফিরে আমাকে গ্ল্যামারার্স আর আবেদনময়ী চরিত্রের জন্য ভাবা হয়। এ ধরনের চরিত্র করতে করতে আমি ক্লান্ত’।
বিএনপির নির্বাচনের প্রতীক ধানের শীষ নিয়ে অযথা কেন টানাটানি—প্রশ্ন করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। কারও নাম উল্লেখ না করে তিনি বলেন, ‘ভাই...
মধ্যপ্রাচ্যের দেশ ওমানে সড়ক দুর্ঘটনায় চট্টগ্রামের সন্দ্বীপ উপজেলার সাত প্রবাসী নিহত হয়েছেন। এর মধ্যে সারিকাইত ইউনিয়নের পাঁচ, মাইটভাঙার এক ও রহমতপুরে ইউনিয়নের একজন। আজ...