আবেদনময় গাউনের লুকে ফিল্মফেয়ার মাতালেন জয়া

0
8
অভিনেত্রী জয়া আহসান

অভিনেত্রী জয়া আহসানের অভিনয়শৈলী বেশি নজর কাড়ে নাকি লুকস? এই প্রশ্নের উত্তর দেওইয়া আসলেই অসম্ভব। আমাদের দেশের পাশাপাশি জয়া নিয়মিত কাজ করে থাকেন পাশের দেশেও। তাই ফিল্মফেয়ার পুরস্কারে ট্র্যাডিশনাল কুইন অব দ্য ইয়ার খেতাব জিতে দুই বাংলায়ই নিজের পাকাপোক্ত অবস্থানের জানান দিলেন এই অভিনেত্রী। পুরস্কার হাতে আকর্ষণীয় ভঙ্গিমায় জয়া কিছু দারুণ ছবি শেয়ার করেছেন সামাজিক মাধ্যমে। এখানে জয়াকে পেয়ার গ্রিন স্যাটিনের গাউনে একেবারে ডিভা লাগছে যাকে বলে। নুডল স্ট্র্যাপের এই গাউনটিতে থাই স্লিট ডিজাইন বাড়িয়েছে আকর্ষণ। গাউনটি দেশের বিলাসবহুল ডিজাইনার লেবেল সানায়া কতুরের।

ট্র্যাডিশনাল কুইন অব দ্য ইয়ারের খেতাব জিতেছেন জয়া ফিল্মফেয়ারে। আজকাল বড় অনুষ্ঠানে শাড়ি পরতে দেখা গেলেও এখানে তিনি পরেছেন গাউন
ট্র্যাডিশনাল কুইন অব দ্য ইয়ারের খেতাব জিতেছেন জয়া ফিল্মফেয়ারে। আজকাল বড় অনুষ্ঠানে শাড়ি পরতে দেখা গেলেও এখানে তিনি পরেছেন গাউন
স্বচ্ছ নুডল স্ট্র্যাপের নিপ নেকলাইন নজর কাড়ছে পেয়ার গ্রিন গাউনে। র‍্যাপ প্যাটার্ন আর প্লিটেড ডিজাইন দেখা যাচ্ছে এর টপের অংশে।
স্বচ্ছ নুডল স্ট্র্যাপের নিপ নেকলাইন নজর কাড়ছে পেয়ার গ্রিন গাউনে। র‍্যাপ প্যাটার্ন আর প্লিটেড ডিজাইন দেখা যাচ্ছে এর টপের অংশে।
হাই থাই স্লিট ডিজাইন পুরো গাউনের লুকে এনেছে আবেদনময়তা। গাউনের টপের অংশে সাদা স্টোনওয়ার্ক করা
হাই থাই স্লিট ডিজাইন পুরো গাউনের লুকে এনেছে আবেদনময়তা। গাউনের টপের অংশে সাদা স্টোনওয়ার্ক করা
বেশ কয়টি সাদা পাথরের হুপ চুল, এক হাতে সাদা পাথরের ব্রেসলেট আর অন্য হাতে বড় পান্না বসানো সাদা পাথরের স্টেটমেন্ট আংটি পরেছেন জয়া। এখানে চুল ছাড়া
বেশ কয়টি সাদা পাথরের হুপ চুল, এক হাতে সাদা পাথরের ব্রেসলেট আর অন্য হাতে বড় পান্না বসানো সাদা পাথরের স্টেটমেন্ট আংটি পরেছেন জয়া। এখানে চুল ছাড়া
এক পাশে সিঁথি করে টেনে আপডু করেছেন এই সুন্দরী অভিনেত্রী তাঁর চুলে।
এক পাশে সিঁথি করে টেনে আপডু করেছেন এই সুন্দরী অভিনেত্রী তাঁর চুলে।
সফটগ্ল্যাম মেকওভারে হালকা ম্যাজেন্টা লিওপকালার আর টেনে দেওয়া কাজল-লাইনার নজর কাড়ছে
সফটগ্ল্যাম মেকওভারে হালকা ম্যাজেন্টা লিওপকালার আর টেনে দেওয়া কাজল-লাইনার নজর কাড়ছে
সানায়া কতুরের এই আবেদনময় গাউনের লুকে পূর্ণোতা এনেছে মানানসই হিলস।
সানায়া কতুরের এই আবেদনময় গাউনের লুকে পূর্ণোতা এনেছে মানানসই হিলস।

ছবি: জয়ার ইন্সটাগ্রাম

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.