বাংলাদেশের সঙ্গে দুটি টেস্ট, তিনটি করে ওয়ানডে আর টি২০ সিরিজ খেলার কথা ছিল আফগানিস্তানের। সফরকারীদের দাবির মুখে একটি করে টেস্ট আর টি২০ ম্যাচ কমিয়ে সিরিজের সফরসূচি চূড়ান্ত করে বিসিবি।
যে আশায় ম্যাচ কমাতে অনুরোধ করেছিল আফগানিস্তান ক্রিকেট বোর্ড, সেটা আর পূরণ হচ্ছে না। দেশটির সঙ্গে আন্তর্জাতিক সিরিজ খেলতে রাজি হয়নি ভারত। এতে করে আম-ছালা দুই গেল আফগানিস্তানের।
বাংলাদেশে সিরিজ খেলতে দু’বার আসতে হবে রশিদ খানদের। একমাত্র টেস্ট ম্যাচটি খেলে আফগান ক্রিকেটারদের ফিরে যেতে হবে দেশে। ওয়ানডে আর টি২০ সিরিজ খেলতে আবার ঢাকায় আসবে ঈদের পর।
ভারতের কাছে প্রত্যাখ্যাত হয়ে বাংলাদেশ সফরের সূচি পুনর্বিন্যাসের অনুরোধ আসার কোনো সম্ভাবনা রয়েছে কিনা– বিসিবির একজন কর্মকর্তার কাছে জানতে চাওয়া হলে তিনি বলেন, ‘আফগানিস্তান বোর্ড থেকে এখন পর্যন্ত কোনো অনুরোধ করা হয়নি। আর অনুরোধ করা হলেও সূচি পরিবর্তন হবে না, যা হওয়ার হয়ে গেছে। ঘোষিত সূচিতেই টেস্ট, ওয়ানডে এবং টি২০ খেলতে হবে তাদের।’