আনুশকাকে অস্ট্রেলিয়ায় নেওয়ার অনুমতি দেয়নি বোর্ড, রবি শাস্ত্রীর দ্বারস্থ হয়েছিলেন বিরাট

0
14
বিরাট কোহলি ও তাঁর স্ত্রী আনুশকা শর্মা, ইনস্টাগ্রাম

সম্প্রতি অস্ট্রেলিয়ার বিপক্ষে পার্থ টেস্টে ক্যারিয়ারের ৮১তম আন্তর্জাতিক সেঞ্চুরি হাঁকিয়েছেন ভারতীয় ক্রিকেটার বিরাট কোহলি। আর সেঞ্চুরির পরই এর কৃতিত্ব দিয়েছেন স্ত্রী বলিউড অভিনেত্রী আনুশকা শর্মাকে। এর আগেও নিজের সাফল্যের কৃতিত্বের পেছনে স্ত্রীর অবদান তুলে ধরেন এই তারকা ক্রিকেটার। বিয়ের আগেও আনুশকা শর্মাকে একাধিকবার দেখা গেছে গ্যালারিতে। বিরাট-আনুশকার প্রেমপর্বের এক অজানা কথা এবার ফাঁস করেছেন সাবেক ভারতীয় অধিনায়ক রবি শাস্ত্রী। ফক্স ক্রিকেটের সঙ্গে আলাপচারিতায় ২০১৪-১৫ সালের এক ঘটনা তুলে ধরেছেন তিনি।

২০১৪-১৫ সালে ভারত ও অস্ট্রেলিয়ার মাঝে চলছিল বর্ডার-গাভাস্কার ট্রফি। সে সিরিজে স্ত্রীদের সঙ্গে রাখার অনুমতি পান ক্রিকেটাররা। কিন্তু তখন বিয়ে হয়নি বিরাট আনুশকার, চুটিয়ে প্রেম করছিলেন তাঁরা। আনুশকাকে সঙ্গে রাখার অনুমতি চাইলে ভারতীয় ক্রিকেট বোর্ড প্রস্তাব ফেরায় বিরাটের। তখন ভারতের কোচের দায়িত্বে ছিলেন রবি শাস্ত্রী। শেষমেশ বিষয়টি নিয়ে কোচের দ্বারস্থ হন বিরাট কোহলি।

বিরাট ও আনুশকা, ছবি: ইনস্টাগ্রাম থেকে

রবি শাস্ত্রী বলেন, ‘তখন আমি ভারতের কোচ ছিলাম, ২০১৫ সালে তখনো বিরাটের বিয়ে হয়নি। ও আর আনুশকা তখন প্রেম করছে। ও একদিন এসে আমার কাছে জানতে চায়, এ সফরে কি স্ত্রীদের সাথে রাখার অনুমতি আছে? আমি কি আমার প্রেমিকাকে এখানে নিয়ে আসতে পারি? আমি তখন ওকে বলেছিলাম হ্যাঁ, কেন নয়? তখন ও বলে যে না আসলে বোর্ড অনুমতি দিচ্ছে না। আমি তখন বোর্ডকে ফোন করে অনুমতি নিয়ে দিই।’

সে সিরিজে দুর্দান্ত পারফরম্যান্স করেন বিরাট কোহলি। তৃতীয় টেস্টে মেলবোর্নে ১৬৯ রানের দুর্দান্ত এক ইনিংস খেলেন এই ক্রিকেটার। এদিন গ্যালারিতে উপস্থিত ছিলেন আনুশকা শর্মা। সেঞ্চুরির পর গ্যালারিতে উড়ন্ত চুমু ছোড়েন বিরাট। সেদিনের মুহূর্ত স্মরণ করে রবি শাস্ত্রী বলেন, ‘সেদিনের খেলায় আনুশকা মাঠে ছিল। আর সেদিনও এবারের টেস্টের মতোই একইভাবে উড়ন্ত চুমু ছুড়েছিল বিরাট। বরাবরই আনুশকা বিরাটের খুব বড় সাপোর্ট হয়ে থেকেছে।’

পার্থ টেস্টে ৮১তম সেঞ্চুরি করার পর অনুভূতি প্রকাশ করতে গিয়েও আনুশকার কৃতিত্ব তুলে ধরেন বিরাট। অস্ট্রেলিয়ার সাবেক ক্রিকেটার অ্যাডাম গিলক্রিস্টের সঙ্গে কথা বলতে গিয়ে বিরাট বলেন, ‘জীবনে যা–ই আসুক, আনুশকা সব সময় আমার পাশে ছিল। সকল উত্থান–পতনে সব সময় পাশে থেকেছে। পর্দার পেছনে কী চলে ও সবটাই জানে। ভালো না খেললে মাথায় কী চলে, সেটাও ও বোঝে। আমি দলের জন্য অবদান রাখতে চাই। দেশের জন্য খেলতে পেরে আমি গর্বিত। খুব ভালো লাগছে। আর ও (আনুশকা শর্মা) এখানে থাকায় ব্যাপারটা আরও বিশেষ হয়ে উঠেছে।’

২০১৭ সালে বিয়ে করেন বিরাট কোহলি ও আনুশকা শর্মা। ২০২১ সালে তাঁদের প্রথম সন্তান, মেয়ে ভামিকার জন্ম হয়। এরপর ২০২৪ সালের ফেব্রুয়ারি মাসে জন্ম হয় তাঁদের দ্বিতীয় সন্তান, ছেলে অকায়ের।

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.