রাজধানীর মোহাম্মদপুরের আদাবরের একটি ভবনের বেসমেন্টে লাগা আগুন নিয়ন্ত্রণে এসেছে। আজ রোববার বেলা দেড়টার দিকে এ আগুন নিয়ন্ত্রণে আসে বলে ফায়ার সার্ভিস সূত্র জানিয়েছে।
আজ দুপুর ১২টার সময় আদাবরের ১০ নম্বর রোডের একটি বাসায় আগুন লাগার খবর পায় ফায়ার সার্ভিস। এর পরপরই ঘটনাস্থলে পৌঁছায় ফায়ার সার্ভিসের প্রথম ইউনিট। এরপর আরও ছয়টি ইউনিট আগুন নেভানোর কাজে যোগ দেয়।
আদাবরের ১০ নম্বর সড়কের যে বাসায় আগুন লাগে, তা একটি আবাসিক ভবন বলে জানিয়েছেন ফায়ার সার্ভিসের ডিউটি অফিসার হাসিবুল হাসান। তিনি বলেন, আগুন লাগার ঘটনা জানার পর সিদ্দিকবাজার ও মোহাম্মদপুর থেকে ফায়ার সার্ভিসের সাতটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে। বেলা দেড়টার দিকে এ আগুন পুরোপুরি নেভানো সম্ভব হয়।
হাসিবুল হাসান আরও বলেন, প্রাথমিকভাবে আগুন লাগার কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ জানা যায়নি। এ ছাড়া এ ঘটনায় হতাহত হওয়ার কোনো খবরও পাওয়া যায়নি।
ফায়ার সার্ভিস সূত্র জানায়, ভবনের দ্বিতীয় তলা থেকে তিনজনকে (দুজন নারী ও একজন পুরুষ) নিরাপদে নামিয়ে আনা হয়। তবে আগুনের সূত্রপাত সম্পর্কে এখনো কিছু জানা যায়নি। তদন্ত সাপেক্ষে বিস্তারিত জানা যাবে।