‘আট মাসে ধর্ষণের শিকার ২২৪ কন্যাশিশু’

0
18
ধর্ষণ

গত ৮ মাসে ২২৪ জন কন্যাশিশু ধর্ষণের শিকার হয়েছে। আজ মঙ্গলবার (২৪ সেপ্টেম্বর) সকালে জাতীয় প্রেসক্লাবে জাতীয় কন্যাশিশু অ্যাডভোকেসি ফোরাম এ তথ্য জানিয়েছে।

এ সময়, যৌন হয়রানি, উত্ত্যক্তকরণ ও নিপীড়ন রোধে ‘যৌন হয়রানি প্রতিরোধ ও প্রতিকার আইন’ নামে জরুরি ভিত্তিতে একটি আইন প্রণয়নের পরামর্শ দেয় ফোরামটি। চলতি বছরের জানুয়ারি থেকে আগস্ট মাস পর্যন্ত শিশুদের ওপর নির্যাতন ও সহিংসতার চিত্র পর্যবেক্ষণ করে তারা।

বিভিন্ন সংবাদ মাধ্যম থেকে এ তথ্য সংগ্রহ করা হয়েছে জানিয়ে বলা হয়, গত ২৩ বছর ‘ওয়ান-স্টপ ক্রাইসিস সেন্টার’ থেকে ৬২ হাজারের বেশি নারী ও শিশু সহায়তা পেয়েছে।

মামলা হয়েছে মাত্র ১৯ হাজার ৪৪১টি। এরমধ্যে, মাত্র ৩ শতাংশ ক্ষেত্রে রায় হয়েছে। সাজা কার্যকর হয়েছে এক শতাংশেরও কম।

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.