দীর্ঘদিন প্রেমের সম্পর্কের পর অবশেষে চার হাত এক হতে চলেছে সোনাক্ষী সিনহা ও জাহির ইকবালের। রোববার (২৩ জুন) এই জুটির বিয়ে। যদিও আনুষ্ঠানিকভাবে নিজেদের বিয়ের দিনক্ষণ ঘোষণা করেননি তারা। তবে বলিপাড়ার খবর, আজই বিবাহবন্ধনে আবদ্ধ হতে যাচ্ছেন সোনাক্ষী-জাহির।
এদিকে আজ মেয়ের বিয়ের সংবর্ধনা অনুষ্ঠানে উপস্থিত থাকবেন বলে জানিয়েছেন সোনাক্ষীর বাবা অভিনেতা-রাজনীতিবিদ শত্রুঘ্ন সিনহা। বান্দ্রার কারটার রোডে জাহিরের ফ্ল্যাটে এই জুটির বিয়ের আসর বসতে চলেছে আজ। কিন্তু সোনাক্ষী হিন্দু ধর্মের অনুসারী হলেও তার হবু বর মুসলিম।
তবে হিন্দু বা মুসলিম কোনো রীতি মেনে বিয়ে করছেন না তারা। শুধু আইনি মতে বিয়ের বন্ধনে আবদ্ধ হতে চলেছেন সোনাক্ষী-জাহির। ভারতের স্পেশাল ম্যারেজ অ্যাক্ট ১৯৫৪ অনুযায়ী রেজিস্ট্রার বিয়ে করবেন তারা। পাশাপাশি এদিন সন্ধ্যায় এক ঝলমলে পার্টির আয়োজন করতে চলেছেন সোনাক্ষী-জাহির। অভিনেত্রী শিল্পা শেঠির রেস্তোরাঁ বাস্টিনে এই পার্টির আয়োজন করা হয়েছে।
জানা গেছে, শুরুতে গুঞ্জন ছিল এই বিয়েতে মোটেও খুশি নন সোনাক্ষীর বাবা শত্রুঘ্ন সিনহা। এমনকি জাহিরকে নাকি মেনেও নেননি তিনি। আর তাই বিয়েতেও উপস্থিত থাকবেন না বলে শোনা গিয়েছিল। তবে সব গুঞ্জনে পানি ঢেলে দিয়েছেন তিনি। সম্প্রতি জাহিরের বাসায় দেখা গিয়েছিল তাকে।
এর আগে ভারতীয় গণমাধ্যমের এক সাক্ষাৎকারে শত্রুঘ্ন সিনহা জানিয়েছিলেন যে, সোনাক্ষী ও জাহিরের বিয়ে ঘিরে তাদের পরিবারে মন-কষাকষি ছিল। তবে এখন সব উৎকণ্ঠা দূর হয়ে গেছে বলে জানিয়েছেন তিনি।
সে সময় তিনি আরও বলেন, বিয়ের রিসেপশনের দিন সন্ধ্যায় আমরা সবাই যাব। আমরা ২৩ জুন খুব মজা করব। আমাদের পরিবারের কেউ বিয়ে ঘিরে কোনো কথা বলেননি। কিছু গণমাধ্যম এ ব্যাপারে শুধু অনুমানভিত্তিক কথা বলেছে। সব পরিবারে বিয়ে হয়। আর বিয়ের আগে ঝগড়াঝাঁটি হওয়া খুবই সাধারণ ব্যাপার। এখন সব ঠিকঠাক আছে।
সূত্র: এনডিটিভি