আজ বেনবন বিহারের চারিদিক আলোক সজ্জাসহ প্রচুর সাজসজ্জার কাজ চলছে। সূর্যাস্তের সাথে সাথে নানা রকম ঝারবাতির আলোয় আলোকিত হয়েছে চারিদিক।
বেনুবন অরণ্য কুঠির
সন্ধ্যা ৫:৩০টা বিহার অধ্যক্ষ পঞ্চশীল প্রদানের মাধ্যমে ও ফিতা কেটে বিহারে কঠিন চীবরদানের অনু্ষ্ঠানের আনুষ্ঠানিক উদ্বোধন করেন। পরে তুলা থেকে সুতা, পরে সুতা রং করে শুকিয়ে তারপর বেইন কার্যক্রম শুরু করা হয়। এটি আজ সারারাত ব্যাপী চলবে। আগামীকাল সেই বেইনকে সেলাই করে চীবরদান করা হবে। এই কঠিন চীবরদান মহাউপাসিকা বিশাখা কর্তৃক প্রথম দান করা হয়।
বেনুবন অরণ্য কুঠির
অনুষ্ঠানে বিহার অধ্যক্ষ পন্থক মহাস্থবিরসহ অন্যান্য ভিক্ষুসংঘ উপস্থিত রয়েছেন। আগামীকাল সকাল বুদ্ধ, সংঘদান, অষ্টপরিস্কারদানসহ নানা বিদ দানকার্য সম্পাদন করা বিকালে কঠিন চীবর ভিক্ষুসংঘের উদ্দেশ্যে দান করা।
বেনুবন অরণ্য কুঠির
৪৯তম বিসিএসের (বিশেষ) প্রিলিমিনারি টেস্ট (এমসিকিউ টাইপ) আগামী ১০ অক্টোবর অনুষ্ঠিত হবে। এ সময় আইনশৃঙ্খলা রক্ষায় ১৯৪ জন নির্বাহী ম্যাজিস্ট্রেট নিয়োগ দিয়েছে সরকার।
মঙ্গলবার (৩০...
পিসিওএস (পলিসিস্টিক ওভারি সিনড্রোম) একধরনের হরমোনজনিত রোগ। কিশোরী, তরুণী থেকে শুরু করে মেনোপজের খুব কাছাকাছি পৌঁছে গেছেন, এমন নারীও পিসিওএসে ভোগেন। এই বিষয়ে আলোচনা...
সরকারি প্যাকেজ ঘোষণার পর এবার বেসরকারি ব্যবস্থাপনায় তিনটি হজ প্যাকেজ ঘোষণা করেছে হজ এজেন্সিস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (হাব)। এর আগে গত রোববার সরকারি ব্যবস্থাপনায়...