আজ বেনবন বিহারের চারিদিক আলোক সজ্জাসহ প্রচুর সাজসজ্জার কাজ চলছে। সূর্যাস্তের সাথে সাথে নানা রকম ঝারবাতির আলোয় আলোকিত হয়েছে চারিদিক।
বেনুবন অরণ্য কুঠির
সন্ধ্যা ৫:৩০টা বিহার অধ্যক্ষ পঞ্চশীল প্রদানের মাধ্যমে ও ফিতা কেটে বিহারে কঠিন চীবরদানের অনু্ষ্ঠানের আনুষ্ঠানিক উদ্বোধন করেন। পরে তুলা থেকে সুতা, পরে সুতা রং করে শুকিয়ে তারপর বেইন কার্যক্রম শুরু করা হয়। এটি আজ সারারাত ব্যাপী চলবে। আগামীকাল সেই বেইনকে সেলাই করে চীবরদান করা হবে। এই কঠিন চীবরদান মহাউপাসিকা বিশাখা কর্তৃক প্রথম দান করা হয়।
বেনুবন অরণ্য কুঠির
অনুষ্ঠানে বিহার অধ্যক্ষ পন্থক মহাস্থবিরসহ অন্যান্য ভিক্ষুসংঘ উপস্থিত রয়েছেন। আগামীকাল সকাল বুদ্ধ, সংঘদান, অষ্টপরিস্কারদানসহ নানা বিদ দানকার্য সম্পাদন করা বিকালে কঠিন চীবর ভিক্ষুসংঘের উদ্দেশ্যে দান করা।
বেনুবন অরণ্য কুঠির
প্রতিরক্ষা গোয়েন্দা মহাপরিদপ্তরের (ডিজিএফআই) সাবেক মহাপরিচালক মেজর জেনারেল (অব.) হামিদুল হক ও তার স্ত্রী নুছরাত জাহানের দেশত্যাগে নিষেধাজ্ঞা দিয়েছেন আদালত।
সোমবার (২১ এপ্রিল) দুর্নীতি দমন...
বাংলাদেশ থেকে অর্থপাচার করে গোল্ডেন ভিসায় দুবাইয়ে সম্পদের পাহাড় গড়েছেন ৪৫৯ বাংলাদেশি। তাদের নামে ৯৭২টি প্রপার্টি কেনার তথ্য এসেছে দুদকের কাছে। এসব অভিযোগের ভিত্তিতে...