আজ জুরাছড়ি বেনুবন অরণ্য কুঠিরে ৩য় দানোত্তম কঠিন চীবর দান অনুষ্ঠানে কার্যক্রম শুরু

0
174
বেনুবন অরণ্য কুঠিরে নবনির্মিত বুদ্ধমুর্তি
আজ বেনবন বিহারের চারিদিক আলোক সজ্জাসহ প্রচুর সাজসজ্জার কাজ চলছে। সূর্যাস্তের সাথে সাথে নানা রকম ঝারবাতির আলোয় আলোকিত হয়েছে চারিদিক।

বেনুবন অরণ্য কুঠির
সন্ধ্যা ৫:৩০টা বিহার অধ্যক্ষ পঞ্চশীল প্রদানের মাধ্যমে ও ফিতা কেটে বিহারে কঠিন চীবরদানের অনু্ষ্ঠানের আনুষ্ঠানিক উদ্বোধন করেন। পরে তুলা থেকে সুতা, পরে সুতা রং করে শুকিয়ে তারপর বেইন কার্যক্রম শুরু করা হয়। এটি আজ সারারাত ব্যাপী চলবে। আগামীকাল সেই বেইনকে সেলাই করে চীবরদান করা হবে। এই কঠিন চীবরদান মহাউপাসিকা বিশাখা কর্তৃক প্রথম দান করা হয়।

বেনুবন অরণ্য কুঠির
অনুষ্ঠানে বিহার অধ্যক্ষ পন্থক মহাস্থবিরসহ অন্যান্য ভিক্ষুসংঘ উপস্থিত রয়েছেন। আগামীকাল সকাল বুদ্ধ, সংঘদান, অষ্টপরিস্কারদানসহ নানা বিদ দানকার্য সম্পাদন করা বিকালে কঠিন চীবর ভিক্ষুসংঘের উদ্দেশ্যে দান করা।

বেনুবন অরণ্য কুঠির
রাতে কয়েক শত পূণ্যার্থীর আগমনে বিহার প্রাঙ্গন পরিপূর্ণ হয় এবং আনন্দঘন পরিবেশ তৈরী হয়।

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.