আজ চতুর্থ দফায় দলগুলোর সঙ্গে বসবেন প্রধান উপদেষ্টা

0
39
প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস

দেশের বিভিন্ন রাজনৈতিক দল ও জোটের সঙ্গে আজ চতুর্থ দফায় সংলাপে বসতে যাচ্ছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস। গত সপ্তাহের মঙ্গলবার এক সংবাদ সম্মেলনে প্রধান উপদেষ্টার উপপ্রেস সচিব মোহাম্মদ আবুল কালাম আজাদ এ তথ্য জানান।

শনিবার (১৯ অক্টোবর) বিকেলে প্রধান উপদেষ্টার সরকারি বাসভবন রাষ্ট্রীয় অতিথি ভবন ‘যমুনায়’ এই সংলাপ শুরু হবে।

এবারের সংলাপে অগ্রাধিকার ভিত্তিতে নির্বাচনকেন্দ্রিক সংস্কার, নির্বাচনী রোডম্যাপ, দ্রব্যমূল্য নিয়ন্ত্রণসহ বিভিন্ন বিষয়ে আলোচনা হতে পারে। সংলাপে আমন্ত্রণ পাওয়া রাজনৈতিক দলগুলো হচ্ছে গণফোরাম, লিবারেল ডেমোক্রেটিক পার্টি-এলডিপি, ১২ দলীয় জোট, জাতীয়তাবাদী সমমনা জোট, জাতীয় মুক্তি কাউন্সিল, জাতীয় পার্টি-বিজেপি ও লেবার পার্টি।

এর আগে ৫ অক্টোবর বিএনপি, বাংলাদেশ জামায়াতে ইসলামী, গণতন্ত্র মঞ্চ, হেফাজতে ইসলামসহ বেশ কয়েকটি রাজনৈতিক দলের সাথে সংলাপ করেন প্রধান উপদেষ্টা।

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.