আইসিসির আম্পায়ারদের এলিট প্যানেলের তালিকা থেকে বাদ পড়েছেন দুই অভিজ্ঞ আম্পায়ার ইংল্যান্ডের মাইকেল গফ ও ওয়েস্ট ইন্ডিজের জোয়েল উইলসন। এই সুযোগে প্যানেলে নতুন করে যুক্ত হয়েছেন দু’জন। তারা হলেন দক্ষিণ আফ্রিকার আলাহুদ্দিন পালেকার এবং ইংল্যান্ডের অ্যালেক্স ওয়র্ফ।
মঙ্গলবার (২৫ মার্চ) এলিট আম্পায়ারদের (২০২৫-২৬) তালিকা প্রকাশ করে আইসিসি।
তালিকায় নতুন সংযুক্ত দুজনের মধ্যে পালেকার ৪ টেস্ট, ২৩ ওয়ানডে ও ৬৭টি টি-টোয়েন্টিতে আম্পায়ারের দায়িত্ব পালন করেছেন। এছাড়া ওয়ার্ফ ৭ টেস্ট, ৩৩ ওয়ানডে ও ৪৫টি টি-টোয়েন্টিতে অন-ফিল্ড আম্পায়ার ছিলেন।

এ বিষয়ে পালেকার বলেন, এটা আমার আম্পায়ারিং ক্যারিয়ারের উল্লেখযোগ্য মুহূর্ত। এলিট প্যানেলে জায়গা পাওয়াটা সম্মানের এবং আমি আমার প্রতি যে আস্থা রাখা হয়েছে তার মর্যাদা রক্ষা করতে চাই। এই প্যানেলে জায়গা পাওয়া একই সঙ্গে গর্বের এবং দায়িত্বশীলতার, তবে আমি আত্মবিশ্বাসী যে, বিভিন্ন ফরম্যাটে আমার ম্যাচ পরিচালনার অভিজ্ঞতা আমাকে ভালো করতে সাহায্য করবে।
এলিট প্যানেলে জায়গা পেয়ে এক বিবৃতিতে ওয়র্ফ বলেন, দুর্দান্ত সহকর্মীরা না থাকলে এই মাইলফলক ছোঁয়া সম্ভব হতো না, যারা তাদের দক্ষতা আমার সঙ্গে ভাগাভাগি করেছে এবং মাঠ ও মাঠের বাইরে আমাকে সমর্থন যুগিয়েছে। আমার ক্যারিয়ারের নতুন এই অধ্যায়ে আরও শিখতে চাই এবং তাদের সঙ্গে কাজ করতে চাই।

এই দুজন ছাড়া আইসিসির এলিট প্যানেলে জায়গা পেয়েছেন আরও ১০ আম্পায়ার। এরমধ্যে আছেন বাংলাদেশের শরফুদ্দৌলা ইবনে শহীদ। আরও আছেন, কুমার ধর্মসেনা (শ্রীলঙ্কা), ক্রিস্টোফার গ্যাফানি (নিউজিল্যান্ড), অ্যাড্রিয়ান হোল্ডস্টক (দক্ষিণ আফ্রিকা), রিচার্ড ইলিংওয়ার্থ (ইংল্যান্ড), রিচার্ড কেটলবোরো (ইংল্যান্ড), নিতিন মেনন (ভারত), আল্লাহুদিন, আহসান রাজা (পাকিস্তান), পল রাইফেল (অস্ট্রেলিয়া) ও রডনি টাকার (অস্ট্রেলিয়া)।