তিন মৌসুম পরে হোম ও অ্যাওয়ে পদ্ধতিতে হচ্ছে আইপিএল। করোনা পরবর্তী দশ দল নিয়ে প্রথমবার হোম-অ্যাওয়ে আসর হওয়ায় উন্মাদনা বেড়েছে।
তবে প্লে অফ ও ফাইনাল ম্যাচ ঘরের মাঠ-পরের মাঠ পদ্ধতিতে হয় না। আগে থেকেই নির্ধারণ করা হয় সূচি ও ভেন্যু।
শুক্রবার ওই সূচি ও ভেন্যু চূড়ান্ত করা হয়েছে। এবারের আইপিএলের প্রথম কোয়ালিফার অনুষ্ঠিত হবে ২৩ মে চেন্নাইয়ে। এলিমিনেটর মাঠে গড়াবে পরদিনই। ২৪ মে’র ওই ম্যাচও অনুষ্ঠিত হবে চেন্নাইয়ে।
এরপর ২৬ মে অনুষ্ঠিত হবে দ্বিতীয় কোয়ালিফায়ার। প্রথম কোয়ালিফায়ারের পরাজিত দল এবং এলিমিনেটরে জয়ী দল ওই ম্যাচ খেলতে নামবে। ম্যাচটি অনুষ্ঠিত হবে বিশ্বের সর্বাধিক দর্শক ধারণক্ষম স্টেডিয়াম আহমেদাবাদের নরেন্দ্র মোদি স্টেডিয়ামে।
সেখান থেকে জয় পাওয়া দল ও প্রথম কোয়ালিফায়ারে জয়ী দল ফাইনাল খেলতে নামবে। ম্যাচটি ২৮ মে অনুষ্ঠিত হবে। এবারের আইপিএলের ফাইনালও অনুষ্ঠিত হবে আহমেদাবাদের নরেন্দ্র মোদি স্টেডিয়ামে।