রাজধানীর বঙ্গবাজারে গতকাল মঙ্গলবার ভয়াবহ অগ্নিকাণ্ডের পর পাশের বহুতল ভবন অ্যানেক্সকো টাওয়ারে এখনও থেমে থেমে আগুন ও ধোঁয়া দেখা যাচ্ছে। গতকাল দুপুরে নিয়ন্ত্রণে আসা আগুন নির্বাপনে কাজ করছে ফায়ার সার্ভিসের ১২টি ইউনিট।
নিয়ন্ত্রণকক্ষের দায়িত্বরত কর্মকর্তা রাশেদ বিন খালিদ বুধবার সন্ধ্যা পৌনে ৭টায় এ তথ্য জানান।
এর আগে বুধবার দুপুরে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স অধিদপ্তরের মহাপরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মো. মাইন উদ্দিন সংবাদ সম্মেলন করেও একই ধরনের তথ্য দেন।
মঙ্গলবার সকালে রাজধানীর বঙ্গবাজারে লাগা আগুন প্রায় সাড়ে ছয় ঘণ্টা পর নিয়ন্ত্রণে আসে। আগুন নিয়ন্ত্রণে আনতে তিনটি প্রতিবন্ধকতার কথা বলেছিল ফায়ার সার্ভিস। এসব কারণে আগুন নিয়ন্ত্রণে আনতে দেরি হয়েছে বলে জানিয়েছে সংস্থাটি।
বঙ্গবাজার মার্কেটে এর আগেও কমপক্ষে তিনবার বড় ধরনের অগ্নিকাণ্ড ঘটে। এর মধ্যে ১৯৯৫ সালে একবার ভয়াবহ আগুনে পুরো মার্কেট পুড়ে যায়। এ ছাড়া ২০১৮ সালেও একবার ভয়াবহ অগ্নিকাণ্ড ঘটে।