অস্কার ২০২৫:বব ডিলান হয়ে নিজেকে ছাড়িয়ে গেছেন শ্যালামে, পুরস্কার জিতবেন কি

0
12
‘আ কমপ্লিট আননোন’ –এর দৃশ্য। আইএমডিবি

অস্কারে আটটি মনোনয়ন পেয়েছে ‘আ কমপ্লিট আননোন’। জেমস ম্যানগোল্ডের সিনেমাটি সেরা ছবি, সেরা পরিচালক, সেরা অভিনেতার মতো গুরুত্বপূর্ণ বিভাগে মনোনয়ন পেয়েছে। বছরের শুরুতে অবশ্য ছবিটি নিয়ে তেমন সাড়া ছিল না। এর অন্যতম কারণ হলো গোল্ডেন গ্লোব থেকে খালি হাতে ফেরা। তবে এর পর থেকে ‘আ কমপ্লিট আননোন’ নিয়ে আলোচনা বেড়েছে, গত রোববার রাতে ৩১তম স্ক্রিন অ্যাক্টরস গিল্ড অ্যাওয়ার্ডসে সিনেমাটির জন্য সেরা অভিনেতার পুরস্কার জিতেছেন টিমোথি শ্যালামে। প্রশ্ন হচ্ছে, আগামী সপ্তাহে অস্কারেও কি সাফল্য পাবে সিনেমাটি?

‘আ কমপ্লিট আননোন’ কিংবদন্তিতুল্য বব ডিলানের গল্প। আরও নির্দিষ্ট করে বললে, তরুণ বয়সের ববের গল্প। ২০১৫ সালে লেখা এলিজাহ ওয়াল্ডের বই ডিলান গোজ ইলেকট্রিক! অবলম্বনে সিনোমটি তৈরি হয়েছে। ক্যারিয়ারের শুরুর দিকে বব ডিলান মূলত ফোক গান গাইতেন। পরে বৈদ্যুতিক যন্ত্রানুষঙ্গ ব্যবহার করেন, যা নিয়ে সে সময় বিস্তর বিতর্ক হয়। ‘আ কমপ্লিট আননোন’ সিনেমায় সে গল্পই তুলে এনেছেন জেমস ম্যানগোল্ড।

‘আ কমপ্লিট আননোন’ –এর দৃশ্য। আইএমডিবি
‘আ কমপ্লিট আননোন’ –এর দৃশ্য। আইএমডিবি

তরুণ বব ডিলানের গল্প যখন, সিনেমায় তাই এ সময়ের ববের সব সঙ্গীসাথিরাও আছেন। আছেন পিট সিগার, জোয়ান বায়েজ, জনি ক্যাশ, সুজি রোতোলোর চরিত্রও।

বব ডিলানের চরিত্রে অভিনয় করেছেন টিমোথি শ্যালামে, এডওয়ার্ড নরটনকে দেখা গেছে পিট সিগারের চরিত্রে, জোয়ান বায়েজ হয়েছেন মনিকা বারবারো, এল ফ্যানিং করেছেন সুজির চরিত্র। যদিও সুজির চরিত্রটি সিনেমায় দেখানো হয়েছে সিলভি রুশো নামে। এ ছাড়া জনি ক্যাশ হয়েছেন বয়েড হলব্রুক।

২০২০ সালের জানুয়ারিতে সিনেমাটির ঘোষণা দেন ম্যানগোল্ড। শ্যালামে যে বব ডিলানের চরিত্রে অভিনয় করছেন, এ কথা কিছুদিন পরই জানা যায়। গিটার ও হারমোনিকা শিখতে শুরু করেন শ্যালামে। কোভিডের সময় বেশ কয়েকবার ববের পুরোনো বাড়ি দেখে যান শ্যালামে। সিনেমার জন্য প্রায় দুই বছরের প্রস্তুতি নেন অভিনেতা। ২০২৩ সালের আগস্টে শুরু হয় শুটিং। শেষ হয় ২০২৪ সালের জুনে। গত বছরের ২৫ ডিসেম্বর প্রেক্ষাগৃহে মুক্তি পায় ‘আ কমপ্লিট আননোন’। সিনেমাটি এখন বিভিন্ন দেশের প্রেক্ষাগৃহে চলছে। এ পর্যন্ত ১০৯ মিলিয়ন ডলারের বেশি ব্যবসা করেছে এই ছবি।

‘আ কমপ্লিট আননোন’ –এর দৃশ্য। আইএমডিবি
‘আ কমপ্লিট আননোন’ –এর দৃশ্য। আইএমডিবি

বব ডিলানের জীবন নিয়ে সিনেমা, সেখানে গান থাকবে না, তা কি হয়। ‘আ কমপ্লিট আননোন’-এ ২৩টি সাউন্ডট্রাক আছে। ছবিতে বব ডিলানের সব কটি গান নিজেই গেয়েছেন শ্যালামে। কেবল তিনিই নন, মনিকা, এডওয়ার্ড ও বয়েডরাও তাঁদের অভিনীত চরিত্রগুলোর সব গান গেয়েছেন!

মুক্তির পর সমালোচকদের প্রশংসা পেয়েছে ‘আ কমপ্লিট আননোন’। বিশেষ করে বব ডিলান চরিত্রে শ্যালামের প্রশংসায় পঞ্চমুখ ছিলেন সমালোচকেরা। এ সিনেমার জন্য গত রোববার প্রধান চরিত্রে সেরা পুরুষ অভিনয়শিল্পী হিসেবে স্যাগ পুরস্কার জিতেছেন শ্যালামে। পুরস্কার গ্রহণ করে তরুণ এই অভিনয়শিল্পী জানান, সেরাদের একজন হতে চান তিনি। ড্যানিয়েল ডে-লুইস, মার্লোন ব্র্যান্ডোকে নিজের প্রেরণা হিসেবে উল্লেখ করেন শ্যালামে।

বয়স মোটে ২৯। এর মধ্যেই হলিউড নির্মাতাদের আস্থার নাম হয়ে উঠেছেন টিমোথি শ্যালামে। কি বাণিজ্যিক সিনেমা, কি শৈল্পিক ঘরানা; তরুণ এই অভিনেতার পারফরম্যান্সে মুগ্ধ দর্শক, সমালোচক। ২০১৭ সালে লুকা গুদানিনোর কল মি বাই ইয়োর নেম দিয়ে শ্যালামের উত্থান। এ সিনেমায় অভিনয় দেখার পর দুঁদে সমালোচকও তাঁর ভক্ত বনে যান। অস্কার, বাফটা থেকে শুরু করে গুরুত্বপূর্ণ বিভিন্ন পুরস্কারে মনোনয়ন পান তিনি। এরপর গ্রেটা গারউইগের লেডি বার্ড, লিটল উইমেন, উডি অ্যালেনের আ রেইনি ডে ইন নিউইয়র্ক, ডেনিস ভিলনভের ডিউন দিয়ে শুধু তাঁর উত্থানই হয়েছে। মাঝখানে কল মি বাই ইয়োর নেম নির্মাতা গুদানিনোর সঙ্গে বোনস অ্যান্ড অল করেন। এ ছাড়া তাঁর অভিনীত ওয়াঙ্কা ৪০০ মিলিয়ন ডলারের বেশি ব্যবসা করেছে।

‘আ কমপ্লিট আননোন’ –এর দৃশ্য। আইএমডিবি
‘আ কমপ্লিট আননোন’ –এর দৃশ্য। আইএমডিবি

আ কমপ্লিট আননোন’ মনিকা বারবারোর ক্যারিয়ারকেও নতুন গতি দিয়েছে। জোয়ান বায়েজ চরিত্রে অভিনয় করে অস্কারে সেরা পার্শ্ব-অভিনেত্রীর মনোনয়ন পেয়েছেন তিনি। সিনেমায় জোয়ানের গানও গেয়েছেন মনিকা, অথচ আগে গান নিয়ে সিরিয়াসলি চর্চাই করেননি। ‘আমি খুবই ভয়ে ছিলাম, মিউজিক ছিল আমার কাছে সবচেয়ে বড় চ্যালেঞ্জ। এই সিনেমার পর গান নিয়ে আত্মবিশ্বাস বেড়েছে,’ ভ্যারাইটিকে বলেন তিনি।

অনেক সমালোচক মনে করছেন, অস্কারে সেরা অভিনেতার পুরস্কারে টিমোথি শ্যালামে ও অ্যড্রিয়েন ব্রডির (দ্য ব্রুটালিস্ট) মধ্যে তুমুল প্রতিযোগিতা হবে। সবাইকে চমকে দিয়ে পার্শ্ব–অভিনেত্রীর অস্কার জিততে পারেন মনিকাও।

 ‘আ কমপ্লিট আননোন’-এ মনিকা বারবারো। আএএমডিবি
‘আ কমপ্লিট আননোন’-এ মনিকা বারবারো। আএএমডিবি

তবে ‘আ কমপ্লিট আননোন’ সেরা সিনেমা হবে, এমন ভবিষ্যদ্বাণী করেননি খুব বেশি সমালোচক। কয়েক বছরে অস্কারে বেশির ভাগ অনুমানই মিলে গেছে, এবার ব্যতিক্রম হলেও হতে পারে!

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.