রাজধানীতে গত কয়েক দিন ধরেই ব্যাটারিচালিত রিকশাচালকরা বিভিন্ন দাবি নিয়ে সড়কে নেমেছেন। এ ছাড়া বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের মধ্যেও সংঘর্ষ হচ্ছে। এমন পরিস্থিতিতে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়ক ও জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশনের সাধারণ সম্পাদক সারজিস আলম হুঁশিয়ারি দিয়ে বলেছেন, অযৌক্তিক কারণে কেউ নৈরাজ্য সৃষ্টি করলে, দেশের স্বার্থে তাদের প্রতিহত করা হবে।
সোমবার (২৫ নভেম্বর) দুপুর ১২টার দিকে নিজের ভেরিফায়েড ফেসবুক আইডিতে দেওয়া এক পোস্টে তিনি এ হুঁশিয়ারি দেন।
সারজিস আলম লিখেছেন, সবার আগে দেশ, দেশের মানুষ, জনগণের সম্পদ ৷ যদি কেউ অযৌক্তিক কারণে বিশৃঙ্খলা বা নৈরাজ্য সৃষ্টি করার চেষ্টা করে, সে যে পরিচয়েরই হোক না কেন; তবে দেশের স্বার্থে তাদের প্রতিহত করে জনমানুষের নিরাপত্তা প্রদান করা আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর প্রধান কাজ ৷সারজিস আলম
এ রিপোর্ট লেখা পর্যন্ত স্ট্যাটাসটিতে সাড়ে ১০ হাজারেরও বেশি পাঠক মন্তব্য করেছেন।
মোখলেসুর রহমান সাগর নামে একজন লিখেছেন, ব্যক্তিগত সব দাবি দাওয়া নিষিদ্ধ করা হোক। শুধু দেশের স্বার্থসংশ্লিষ্ট দাবি দাওয়া গ্রহণযোগ্য।
সাইফুল ইসলাম লিখেছেন, সাধারণ মানুষের শান্তি, নিরাপত্তা দরকার।
তাপস কুমার লিখেছেন, আইনশৃঙ্খলা বাহিনী কঠোর না হওয়া পর্যন্ত দেশে শান্তি ফিরবে না।
মেহেদী হাসান সাগর নামে আরেকজন লিখেছেন, বিশৃঙ্খলা তৈরীকারীদের শক্ত হাতে দমন করা এখনই দরকার।
বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াকে জন্মদিনের শুভেচ্ছা জানিয়েছেন প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস। শুক্রবার (১৫ আগস্ট) এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে বিএনপি।
এতে বলা হয়,...
জাতীয় নিরাপত্তা উপদেষ্টা (এনএসএ) এবং প্রধান উপদেষ্টার রোহিঙ্গা সমস্যাবিষয়ক হাই রিপ্রেজেন্টেটিভ ড. খলিলুর রহমান জানিয়েছেন, রোহিঙ্গা বিষয়ক একটি আন্তর্জাতিক সম্মেলন জাতিসংঘের উদ্যোগে আগামী ৩০শে...
বাংলাদেশ সেনাবাহিনী সম্পর্কে নানা ধরনের কটূক্তি প্রসঙ্গে সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান বলেছেন, এসব গালিগালাজ শুনে অখুশি হওয়ার কিছু নেই। যারা এসব করছে, তারা আমাদের...