শেখ হাসিনা সরকারের পতনের দাবিতে আন্দোলন করতে গিয়ে যাঁরা প্রাণ হারিয়েছেন, তাঁদের স্মরণে ১৪ সেপ্টেম্বর শনিবার একটি সভা করবে অন্তর্বর্তী সরকার। ঢাকার আগারগাঁওয়ে বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে অনুষ্ঠেয় এ স্মরণসভা আয়োজনে যে খরচ হবে, আজ মঙ্গলবার তার অনুমোদন দিয়েছে সরকারি ক্রয়সংক্রান্ত উপদেষ্টা পরিষদ কমিটি।
বৈঠক শেষে ক্রয়সংক্রান্ত উপদেষ্টা পরিষদ কমিটির সভাপতি এবং অর্থ ও বাণিজ্য উপদেষ্টা সালেহউদ্দিন আহমেদ সাংবাদিকদের প্রশ্নের জবাবে এ তথ্য জানান। সালেহউদ্দিন আহমেদ বলেন, ছাত্র-জনতার অভ্যুত্থানে যাঁরা শহীদ হয়েছেন, তাঁদের স্মরণে এ সভা হবে। এতে দেশি-বিদেশি অতিথিরা থাকবেন।
স্মরণসভা আয়োজনে কত টাকা খরচ হবে—এমন প্রশ্নের জবাবে অর্থ উপদেষ্টা বলেন, পাঁচ কোটি টাকার বেশি খরচ হতে পারে। সরাসরি ক্রয়পদ্ধতি অনুসরণ করতে হচ্ছে বলে অর্থনৈতিক বিষয়সংক্রান্ত কমিটির অনুমোদন নিতে হয়েছে। আইসিটি মন্ত্রণালয় এটি বাস্তবায়ন করবে।
জানা গেছে, স্মরণসভার কেন্দ্রবিন্দু হিসেবে দায়িত্ব পালন করবেন ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি উপদেষ্টা মো. নাহিদ ইসলাম।