অভিনেত্রী হুমাইরার রহস্যজনক মৃত্যু, আলোচনায় ৩৬৪ দিন আগের ইনস্টাগ্রাম পোস্ট

0
31
পাকিস্তানি মডেল ও অভিনেত্রী হুমাইরা আসগর

গত মঙ্গলবার ফ্লোরে পড়ে থাকা অবস্থায় পাওয়া যায় পাকিস্তানি মডেল ও অভিনেত্রী হুমাইরা আসগরকে। তবে কেন, কীভাবে মৃত্যু হয়েছে, সেই প্রশ্নের উত্তর এখনো পাওয়া যায়নি। ৮ জুলাই এই অভিনেত্রীকে রহস্যজনকভাবে মৃত অবস্থায় পাওয়া যায়। গত বছর ৯ জুলাই, ৩৬৪ দিন আগে কী লিখেছিলেন হুমাইরা?

হুমাইরা ভালোবাসার ইমো দিয়ে সেদিন ৮টি ছবি পোস্ট করেছিলেন। এ সময় অভিনেত্রী ক্যারিয়ার নিয়ে দোটানার মধ্যে পড়েছিলেন। তাঁর সেই অর্থে কিছু মডেলিংয়ের কাজ ছাড়া তেমন কোনো কাজও ছিল না। জানা যায়, অনেকের সঙ্গে যোগাযোগও বন্ধ করে দিয়েছিলেন। জীবনকে এগিয়ে নেওয়ার প্রত্যয় ব্যক্ত করে সেই সময় তিনি লিখেছিলেন, ‘তোমার মুখ সব সময় সূর্যের দিকে রাখো, তাহলেই ছায়াগুলো তোমার পেছনে পড়বে।’ছবি: ইনস্টাগ্রাম

পাকিস্তানি মডেল ও অভিনেত্রী হুমাইরা আসগর

এই অভিনেত্রী ও মডেল খুব বেশি সামাজিক যোগাযোগমাধ্যমে সরব ছিলেন না। তবে প্রতি মাসে ইনস্টাগ্রামে কিছু না কিছু লিখতেন। বেশির ভাগই মডেলিংয়ের ছবি পোস্ট করতেন। তিনি এর আগে এক স্ট্যাটাসে লিখেছিলেন, ‘আমি নিখুঁত ভয়হীন থাকি প্রতিদিন। যেন দারুণ একটা মেয়ের ভাইব।’ছবি: ইনস্টাগ্রাম

পাকিস্তানি মডেল ও অভিনেত্রী হুমাইরা আসগর

হুমাইরা আসগর প্রায় এক যুগ ধরে পাকিস্তানের বিনোদন অঙ্গনে কাজ করছিলেন। তিনি মূলত মডেলিং দিয়েই ক্যারিয়ার শুরু করেন।ছবি: ইনস্টাগ্রাম

পাকিস্তানি মডেল ও অভিনেত্রী হুমাইরা আসগর

পরবর্তী সময় টেলিভিশন রিয়েলিটি শো ‘তামাশা ঘর’-এর মধ্য দিয়ে পরিচিতি পান। অভিনয় করেছেন ২০১৫ সালের আলোচিত ছবি ‘জালিবি’-তেও। কিন্তু পরবর্তী সময় তিনি ক্যারিয়ার এগিয়ে নিতে পারেননি।ছবি: ইনস্টাগ্রাম

পাকিস্তানি মডেল ও অভিনেত্রী হুমাইরা আসগর

জানা যায়, করাচির ফ্ল্যাটে তিনি একাই থাকতেন। সেখানেও কারও সঙ্গে তেমন কথা হতো না। পরে মালিক বাসাভাড়ার জন্য একের পর এক ফোন দিলে রহস্য সামনে আসে। প্রতিবেশীরাও জানান, এই অভিনেত্রীর ফ্ল্যাট থেকে দুর্গন্ধ আসছে।ছবি: ইনস্টাগ্রাম

পাকিস্তানি মডেল ও অভিনেত্রী হুমাইরা আসগর

গত মঙ্গলবার বেলা তিনটার দিকে তাঁর লাশ উদ্ধার করে পুলিশ। পুলিশের ধারণা, হুমাইরার মৃত্যু হয়েছে অন্তত ১৫ থেকে ২০ দিন আগে।ছবি: ইনস্টাগ্রাম

পাকিস্তানি মডেল ও অভিনেত্রী হুমাইরা আসগর

হুমাইরার এই মৃত্যু নিয়ে প্রতিবেশীদের মধ্যে ছড়িয়ে পড়েছে আতঙ্ক ও রহস্য। তাঁরা পুলিশকে জানিয়েছেন, অনেক দিন ধরেই তাঁরা হুমাইরাকে দেখেননি, এমনকি তাঁর বাসায় কাউকে আসতে বা যেতেও দেখেননি।ছবি: ইনস্টাগ্রাম
পাকিস্তানি মডেল ও অভিনেত্রী হুমাইরা আসগর

করাচি পুলিশ গণমাধ্যমে জানিয়েছে, তারা মামলাটি গুরুত্ব দিয়ে দেখছেন। ঘটনাটি রহস্যজনক—এমনটা মন্তব্য করেছেন। পুলিশ বলেছে, ‘ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর বিস্তারিত জানা যাবে। এখনো নিশ্চিত নই, এই মৃত্যু স্বাভাবিক নাকি এর পেছনে কোনো অপরাধ জড়িত।’ছবি: ইনস্টাগ্রাম

 

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.