ফিলিস্তিনের সশস্ত্র গোষ্ঠী হামাসের সঙ্গে ইসরায়েলি বাহিনীর মধ্যে চলমান যুদ্ধে বিরতির আহ্বান জানিয়েছেন শান্তিতে নোবেল পুরস্কার বিজয়ী পাকিস্তানের অধিকারকর্মী মালালা ইউসুফজাই। মঙ্গলবার সামাজিকমাধ্যম এক্সে (সাবেক টুইটার) এক বার্তায় তিনি এ আহ্বান জানান। খবর: এনডিটিভি
মালালা ইউসুফজাই বলেন, যুদ্ধের সময় শিশুরা সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়। সংঘাতপূর্ণ অঞ্চলে সব শ্রেণির মানুষ ক্ষতিগ্রস্ত হয়। আমি অবিলম্বে হামাস-ইসরায়েলে মধ্যে চলমান যুদ্ধে বিরতির আহ্বান জানাচ্ছি।’
নোবেল পুরস্কার জয়ী এ অধিকারকর্মী বলেন, ‘আমি যখন সহিংসতা এবং সন্ত্রাস দেখেছিলাম তখন আমার বয়স ছিল মাত্র ১১ বছর। মর্টার শেলের শব্দে আমরা জেগে উঠেছিলাম, বোমায় আমাদের স্কুল ও মসজিদ ধ্বংস হতে দেখেছি।’
যুদ্ধ কখনই শিশুদের রেহাই দেয় না জানিয়ে মালালা বলেন, ‘যারা ইসরাইলে নিজের বাড়ি থেকে অপহৃত হয়েছেন, যারা বিমান হামলা থেকে বাঁচতে লুকিয়ে আছেন এবং গাজায় খাবার ও পানি ছাড়া এখন তারা কঠিন সময় পার করছেন। পবিত্র ভূমিতে শান্তি ও ন্যায়বিচারের জন্য আকাঙ্ক্ষিত সমস্ত শিশু এবং মানুষের জন্য আজ আমি শোকাহত।’