অবসরে গেলেন তিন সচিব, ওএসডি আরেক সচিব

0
24
জনপ্রশাসন মন্ত্রণালয়

সরকারি চাকরির বয়স শেষ হওয়ায় তিন সচিবকে অবসরে পাঠানো হয়েছে। অবসর গমনের সুবিধার্থে এক সচিবকে বিশেষ ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওএসডি) করা হয়েছে।

বৃহস্পতিবার (২৫ সেপ্টেম্বর) জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে এ–সংক্রান্ত পৃথক প্রজ্ঞাপন জারি করা হয় বলে জানিয়েছে বাংলাদেশ সংবাদ সংস্থার (বাসস)।

বাসসের প্রতিবেদনে বলা হয়, পরিকল্পনা বিভাগের সিনিয়র সচিব ইকবাল আবদুল্লাহ হারুনকে ৩০ সেপ্টেম্বর, ধর্মবিষয়ক মন্ত্রণালয়ের সচিব এ কে এম আফতাব হোসেন প্রামাণিককে ২৮ সেপ্টেম্বর, জনপ্রশাসন মন্ত্রণালয়ের বিশেষ ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. খায়রুল আলম সেখকে ১ অক্টোবর থেকে অবসর দেওয়া হয়েছে।

প্রতিবেদনে আরও বলা হয়, এই তিন কর্মকর্তাকে অবসরে যাওয়ার পরদিন থেকে এক বছরের জন্য অবসর–উত্তর ছুটি (পিআরএল) মঞ্জুর করা হয়। তাঁরা বিধি অনুযায়ী অবসর ও অবসর–উত্তর ছুটিকালীন সুবিধাদি পাবেন।

বাসসের প্রতিবেদনে বলা হয়, অপর আদেশে জনপ্রশাসন মন্ত্রণালয়ে সংযুক্ত সচিব মো. নিয়াজ উদ্দিনকে অবসর গমনের সুবিধার্থে বিশেষ ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওএসডি) করা হয়েছে।

 

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.