অন্তিম মুহূর্তের গোলে জিতলো ব্রাজিল

0
16
জিতলো ব্রাজিল

বিশ্বকাপ বাছাইয়ে টিকে থাকতে চিলির বিপক্ষে ম্যাচটি ব্রাজিলের জন্য ছিল মহাগুরুত্বপূর্ণ। ড্র করে আবারও পয়েন্ট খোয়ানো প্রায় নিশ্চিতই ছিল দরিভাল জুনিয়রের দল। তবে ম্যাচের অন্তিম মুহূর্তে গোল করে দলকে পূর্ণ ৩ পয়েন্ট এনে দিয়েছেন ‘উদ্ধারকর্তা’ লুইজ হেনরিক।

বদলি নামা এই উইঙ্গারের শেষ মুহূর্তের গোলে লাতিন আমেরিকা অঞ্চলের বিশ্বকাপ বাছাইয়ে চিলিকে ২-১ গোলে হারিয়েছে ব্রাজিল। এটি এবারের বাছাইয়ে ৯ ম্যাচে ব্রাজিলের পঞ্চম জয়।

গত মাসে প্যারাগুয়ের কাছে হেরে যাওয়া ব্রাজিল আজ সান্তিয়াগোয় ম্যাচের দ্বিতীয় মিনিটেই গোল হজম করে। চিলির ফিলিপে লায়োলা গোলমুখে চমৎকারভাবে ক্রস বাড়ালে সেটি গোলে পরিণত করেন এদুয়ার্দো ভারগাস।

পিছিয়ে থাকা ব্রাজিলের আক্রমণে তেমন কোনো ধার ছিল না। প্রতিপক্ষের ডি বক্সে গিয়ে বারবারই তালগোল পাকিয়ে ফেলছিলেন রদ্রিগো, সাভিনিয়োরা। সফরকারীদের বিবর্ণ ফুটবলের মাঝে আশার ঝিলিক ছিলেন ইগর জেসুস। প্রথমার্ধের যোগ করা সময়ে সাভিনিয়োর চমৎকার ক্রসে হেডে জাল খুঁজে নেন এই তরুণ ফরোয়ার্ড।

মনে হচ্ছিল, ড্রয়ের দিকে গড়াচ্ছে ন্যাচ। তবে একদম শেষ মুহূর্তে প্রাণ ফেরান হেনরিক। ৮৯তম মিনিটে চমৎকার গোলে ব্রাজিলকে এগিয়ে নেন তিনি। ডি বক্স থেকে দূরের পোস্ট ঘেঁষে তার বাম পায়ের বাঁকানো শটে তেমন কিছু করার ছিল না চিলির গোলরক্ষকের।

কষ্টার্জিত এই জয়ে চতুর্থ স্থানে উঠে এলো ব্রাজিল। ৯ ম‍্যাচে তাদের পয়েন্ট ১৩। ৯ ম‍্যাচে ১৯ পয়েন্ট নিয়ে চূড়ায় আছে আর্জেন্টিনা। ১৬ পয়েন্ট নিয়ে দুই নম্বরে কলম্বিয়া। ৬ পয়েন্ট নিয়ে চিলির অবস্থান নবম।

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.