তারেক রহমানের উপস্থিতিতে গুলশান আজাদ মসজিদে দোয়া মাহফিল

0
14
খালেদা জিয়ার প্রয়াণে তার বিদেহী আত্মার মাগফিরাত কামনায় রাজধানীর গুলশানে এক শোকাতুর পরিবেশের সৃষ্টি হয়। ছবি সংগৃহীত

সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার প্রয়াণে তার বিদেহী আত্মার মাগফিরাত কামনায় রাজধানীর গুলশানে এক শোকাতুর পরিবেশের সৃষ্টি হয়।

শুক্রবার (২ জানুয়ারি) বিকেলে গুলশানের আজাদ মসজিদে বিএনপির উদ্যোগে এই দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়। বিকেলের এই আয়োজনে উপস্থিত ছিলেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানসহ দলের শীর্ষ পর্যায়ের একঝাঁক নেতা।

বিকেল সাড়ে চারটায় শুরু হওয়া এই মাহফিলে আজাদ মসজিদ প্রাঙ্গণ নেতাকর্মী ও সাধারণ মানুষের উপস্থিতিতে কানায় কানায় পূর্ণ হয়ে ওঠে। এতে অংশ নেন দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এবং স্থায়ী কমিটির সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেন, মির্জা আব্বাস ও ড. আব্দুল মঈন খানসহ কেন্দ্রীয় নেতৃবৃন্দ। প্রিয় নেত্রীর স্মরণে আয়োজিত এই বিশেষ প্রার্থনা সভায় অনেক নেতাকর্মীকে আবেগাপ্লুত হয়ে অশ্রু বিসর্জন দিতে দেখা যায়।

মিলাদ ও দোয়া মাহফিলে বেগম খালেদা জিয়ার বর্ণাঢ্য রাজনৈতিক জীবন এবং দেশের প্রতি তার অবদানের কথা স্মরণ করা হয়। মোনাজাতে তার রুহের মাগফিরাত কামনার পাশাপাশি দেশের বর্তমান পরিস্থিতিতে শান্তি ও কল্যাণ নিশ্চিত করতে মহান আল্লাহর দরবারে সাহায্য প্রার্থনা করা হয়। দোয়া পরিচালনা করেন মসজিদের ইমাম ও খতিব, যেখানে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী আহমেদ ও আমিনুল হকসহ অঙ্গ ও সহযোগী সংগঠনের হাজারো কর্মী শরিক হন।

দলের পক্ষ থেকে জানানো হয়েছে, বেগম জিয়ার আদর্শ ও দেশপ্রেমকে পাথেয় করে আগামী দিনে জনগণের অধিকার আদায়ের লড়াই অব্যাহত থাকবে। দোয়া মাহফিল শেষে সাধারণ মানুষের মাঝে তবারক বিতরণ করা হয়।

 

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.