রোনালদো ম্যাজিকে আল নাসরের অনন্য রেকর্ড

0
22

আল আউয়াল পার্কের গ্যালারি তখন পর্তুগিজ যুবরাজের নামে উত্তাল। ঘাসের সবুজ গালিচায় ফুটবলের যে ছন্দ ফুটে উঠল, তাকে কেবল জয় নয়—বরং শিল্পের এক অনবদ্য প্রদর্শনী বলা চলে। শনিবার (২৭ ডিসেম্বর) রাতে সৌদি প্রো লিগে আল আখদাউদের বিপক্ষে ৩-০ গোলের দাপুটে জয়ে মাঠ ছেড়েছে আল নাসর। ক্রিশ্চিয়ানো রোনালদোর জোড়া গোল আর জোয়াও ফেলিক্সের শেষ মুহূর্তের ফিনিশিংয়ে লিগের প্রথম ১০ ম্যাচের সবকটিতেই জিতে এক নতুন ইতিহাস গড়ল রিয়াদের ক্লাবটি। এই জয়ের ফলে টেবিলের দুইয়ে থাকা আল হিলালের চেয়ে ৪ পয়েন্টে এগিয়ে গেল আল নাসর।

ম্যাচের শুরু থেকেই আল আখদাউদ ইতিবাচক ফুটবল খেলে আল নাসরের রক্ষণভাগে ফাটল ধরানোর চেষ্টা করেছিল। কিন্তু লিগে মাত্র ৫ গোল হজম করা স্বাগতিকদের জমাট রক্ষণ ভাঙা সম্ভব হয়নি তাদের পক্ষে। ম্যাচের ১৬ মিনিটেই রোনালদো জালের দেখা পেয়েছিলেন, কিন্তু অফসাইডের কাটছাঁটে সেই আনন্দ বেশিক্ষণ স্থায়ী হয়নি। তবে পর্তুগিজ মহাতারকাকে বেশিক্ষণ আটকে রাখা যায়নি। ৩২তম মিনিটে জোয়াও ফেলিক্সের নিখুঁত কর্নার থেকে আল-আমরির বাড়ানো বলে বিদ্যুৎগতির শটে দলকে লিড এনে দেন রোনালদো।

বিরতির ঠিক আগে আবারও জ্বলে ওঠেন সিআরসেভেন। মার্সেলো ব্রোজোভিচের নিখুঁত নিচু ক্রস থেকে প্রথম স্পর্শেই বল জালে জড়িয়ে নিজের ‘ব্রেস’ পূর্ণ করেন তিনি। ৬৬ মিনিটে রোনালদো আবারও গোল করেছিলেন, যা হতে পারত তার ক্যারিয়ারের আরও একটি হ্যাটট্রিক। কিন্তু অফসাইডের কারণে সেই আনন্দ ধূলিসাৎ হয়ে যায়। পুরো ম্যাচে আধিপত্য ধরে রাখা আল নাসরকে তৃতীয় গোলটি এনে দেন জোয়াও ফেলিক্স। যোগ করা সময়ের চতুর্থ মিনিটে নাওয়াফ আল বুশালের অ্যাসিস্ট থেকে লক্ষ্যভেদ করেন এই তরুণ তারকা।

ম্যাচ শেষে দেখা যায়, আল নাসরের করা ৩টি গোলই এসেছে পর্তুগিজ ফুটবলারদের পা থেকে। লিগে টানা ১০ জয় নিয়ে এখন অজেয় এক শক্তিতে পরিণত হয়েছে আল নাসর। মাঠের সব বিভাগেই আধিপত্য বজায় রাখা দলটি যেভাবে জয়ের রেকর্ড গড়ছে, তাতে এবার লিগ শিরোপা জয়ের পথে তারা অনেকখানি এগিয়ে গেল। সৌদি আরবের মরু প্রান্তে রোনালদোর এই অপ্রতিরোধ্য যাত্রা যেন ফুটবলপ্রেমীদের জন্য এক দারুণ বড়দিনের উপহার হয়ে এল।

 

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.