নির্বাচন বানচাল করার চেষ্টা করলে প্রতিহত করা হবে: উপদেষ্টা আদিলুর রহমান

0
21
শিল্প, গৃহায়ন ও গণপূর্ত ও স্থানীয় সরকার পল্লী উন্নয়ন এবং সমবায় মন্ত্রণালয়ের উপদেষ্টা আদিলুর রহমান খান

নির্বাচন সুষ্ঠুভাবে হবে। যারা নির্বাচনকে বানচাল করার চেষ্টা করবে, তাদের প্রতিহত করা হবে বলে জা‌নি‌য়ে‌ছেন শিল্প, গৃহায়ন ও গণপূর্ত ও স্থানীয় সরকার পল্লী উন্নয়ন এবং সমবায় মন্ত্রণালয়ের উপদেষ্টা আদিলুর রহমান খান।

শনিবার (২৭ ডিসেম্বর) দুপুরে মাদারীপুরের মঠের বাজার এলাকায় জুলাই আন্দোলনে নিহত শহিদ নাইমুর রহমানের কবর জিয়ারত শেষে সাংবাদিকদের সঙ্গে এসব কথা বলেন তিনি।

আদিলুর রহমান খান বলেন, সরকার চেষ্টা করছে বাংলাদেশের প্রত্যেকটা মানুষকে নিরাপত্তা দেওয়ার জন্য। ফ্যাসিবাদী শক্তি নির্বাচনে বাধাগ্রস্ত করার চেষ্টা চালাবে, জনগণ সরকারের পাশে থাকবে। এই নির্বাচন সুষ্ঠুভাবে হবে। যারা নির্বাচনকে বানচাল করার চেষ্টা করবে তাদের প্রতিহত করা হবে। কোন দেশ প্রেমিক এবং কোন মানুষ সংশয় প্রকাশ করবে না। বাংলাদেশের প্রতিটা মানুষ আগামী নির্বাচন যাতে সুষ্ঠুভাবে হয় এজন্য সবাই এগিয়ে আসবে আর সহযোগিতা করবে।

এ সময় তিনি আরও বলেন, আমরা যখন যে জেলায় যাই সেই জেলার উন্নয়নমূলক কাজ পরিদর্শন করি। জুলাই যোদ্ধাদের কবর জিয়ারত করি, তাদের পরিবারের খোঁজ খবর নিচ্ছি।

এর আগে উপদেষ্টা শহিদ মামুনের কবর জিয়ারত, জুলাই স্মৃতি স্তম্ভে ফুল দিয়ে শ্রদ্ধা ও শিবচর উপজেলায় হাউজিং প্রকল্প ও সমন্বিত বর্জ্য ব্যবস্থাপনা প্লান্ট কাজের অগ্রগতি পরিদর্শন করেন। এছাড়াও এদিন উপদেষ্টার শহিদ পরিবারের সদস্যদের সঙ্গে মতবিনিময়, শকুনী লেক পরিদর্শন, লিগ্যাল এইড এসোসিয়েশন কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময়, জেলা শিল্পকলা পরিদর্শন, নির্বাচন উপলক্ষে জেলা কোর কমিটি ও বিচার বিভাগের সঙ্গে মতবিনিময় সভা করেন তিনি।

এ সময় মাদারীপুর জেলা প্রশাসক মো. জাহাঙ্গীর আলম, অতিরিক্ত জেলা প্রশাসক আল নোমানসহ প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।

 

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.