ইট নিক্ষেপে জেমসের কনসার্ট পণ্ড, আহত ৩০

0
26
ইট নিক্ষেপের কারণে জনপ্রিয় সংগীতশিল্পী জেমসের কনসার্ট পণ্ড

ফরিদপুর জিলা স্কুলের ১৮৫ বর্ষ উদ্‌যাপন ও পুনর্মিলনী অনুষ্ঠানের শেষ দিনে বহিরাগতদের ইট নিক্ষেপের কারণে জনপ্রিয় সংগীতশিল্পী জেমসের কনসার্ট পণ্ড হয়ে গেছে। ইটপাটকেলের আঘাতে আয়োজক কমিটির আহ্বায়কসহ অন্তত ৩০ জন আহত হয়েছেন। এ ছাড়া, স্কুলের ছাত্রদের মারপিটে ৩ থেকে ৪ জন বহিরাগত দর্শনার্থীও আহত হয়েছেন।

শুক্রবার (১৬ ডিসেম্বর) রাত সাড়ে ৯টার পর ফরিদপুর জিলা স্কুল চত্বরে এ ঘটনা ঘটে। স্কুলের প্রধান ফটক এবং সীমানা প্রাচীর, যেটি জেলা পুলিশের পুলিশ সুপারের কার্যালয়ের বিপরীত পাশে অবস্থিত, সেই দিক থেকে ইট ছোড়া হয় বলে জানান আয়োজকরা।

আয়োজক কমিটি সূত্রে জানা গেছে, পুনর্মিলনী ও সাংস্কৃতিক অনুষ্ঠানটি শুধু নিবন্ধিত প্রাক্তন ও বর্তমান শিক্ষার্থীদের জন্য ছিল। অনিবন্ধিত কয়েক হাজার বহিরাগত দর্শক সংগীতশিল্পী জেমসের কথা শুনে চলে আসেন। ভেতরে ঢুকতে না দেওয়ায় তারা পাশের মুজিব সড়কে অবস্থান নেন। পরে আয়োজক কমিটির পক্ষে বাইরে দুটি প্রজেক্টর লাগিয়ে দেওয়া হয়। তবে এতেও সন্তুষ্ট না হয়ে রাত সাড়ে নয়টার দিকে বহিরাগতরা দেয়াল বেয়ে ভেতরে ঢোকার চেষ্টা করেন। এতে বাধা দেওয়ায় স্কুল প্রাঙ্গণের দর্শক ও মঞ্চের দিকে একের পর এক ইটপাটকেল ছুড়তে থাকেন। নিরাপত্তার দায়িত্বে থাকা ব্যক্তিরা বাধা দিলে তারা আরও বেপরোয়া হয়ে ওঠেন এবং ছোড়া ইটপাটকেলে স্কুল প্রাঙ্গণের ২৫ থেকে ৩০ জন আহত হন। এ সময় ৪ থেকে ৫ জন দেয়াল বেয়ে স্কুল প্রাঙ্গণের ভেতরে ঢুকে পড়লে জিলা স্কুলের ছাত্ররা তাদের চড়থাপ্পড় দেন।

ঘটনায় উপস্থিত কয়েকজন জানান, পুলিশ ও র‍্যাব নিরাপত্তায় থাকলেও পরিস্থিতি সামাল দিতে তারা কার্যকর ভূমিকা রাখতে পারেনি। স্কুলের স্কাউট, বিএনসিসি ও অনুষ্ঠান উপলক্ষে স্কুলের স্বেচ্ছাসেবক দিয়ে গঠন করা নিরাপত্তা উপপরিষদের শতাধিক সদস্য চেষ্টা করেও পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে ব্যর্থ হন।

পরিস্থিতি বিবেচনায় রাত ১০টার একটু আগে সাংস্কৃতিক অনুষ্ঠান বন্ধের ঘোষণা দিয়ে নিরাপত্তা উপপরিষদের সদস্য ও ফরিদপুর জিলা স্কুলের প্রাক্তন শিক্ষার্থী বেনজীর আহমেদ তাবরীজ বলেন, বাইরে থেকে ছোড়া ইটের আঘাতে পুনর্মিলনী কমিটির আহ্বায়ক মোস্তাফিজুর রহমান শামীমসহ ২০-২৫ জন আহত হন। আহত বেশ কয়েকজন হাসপাতালে ভর্তি হয়েছেন বলেও জানান তিনি।

এ বিষয়ে জানতে চাইলে ফরিদপুর কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ শহিদুল ইসলাম বলেন, জেমস আসার খবর শুনে স্কুলের সামনে ২০ থেকে ২৫ হাজার মানুষ জড়ো হয়ে যান। এত লোককে স্কুলের ভেতরের প্রাঙ্গণে জায়গা দেওয়া অসম্ভব ছিল। বহিরাগতদের ঢুকতে না দেওয়ায় হালকা বিশৃঙ্খলা হয়েছে। পরে পরিস্থিতি স্বাভাবিক রাখতে শেষ পর্যন্ত পুরো পরিবেশনা বাতিল করা হয় বলেও জানান তিনি।

 

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.