বিশ্বকাপের ড্র : ‘সি’ গ্রুপে ব্রাজিল, ‘জে’ গ্রুপে আর্জেন্টিনা, ফ্রান্স ‘আই’ গ্রুপে

0
14
যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প, সঙ্গে ফিফা সভাপতি জিয়ান্নি ইনফান্তিনোফিফা

‘সি’ গ্রুপে ব্রাজিল, ‘জে’ গ্রুপে আর্জেন্টিনা, ফ্রান্স ‘আই’ গ্রুপে

জার্মানি পড়েছে ‘ই’ গ্রুপে। নেদারল্যান্ডস গ্রুপ ‘এফ’, বেলজিয়াম ‘জি’, স্পেন ‘এইচ’ আর্জেন্টিনা ‘জে’, ফ্রান্স ‘আই’, পর্তুগাল ‘কে’, ইংল্যান্ড ‘এল’ গ্রুপে।

পট থেকে বল তুলতে মঞ্চে চার কিংবদন্তি

মঞ্চে এসেছেন ন্যাশনাল ফুটবল লিগের সাতবারের সুপার বোলজয়ী টম ব্রেডি। ন্যাশনাল হকি লিগের হল অফ ফেমার এবং চারবারের স্ট্যানলি কাপজয়ী ওয়েইন গ্রেটস্কি। মেজর লিগ বেসবলের সাতবারের অল-স্টার ও নিউইয়র্ক ইয়াঙ্কিজের খেলোয়াড় অ্যারন জাজ এবং এনবিএর চারবারের চ্যাম্পিয়ন ও হল অফ ফেমার শাকিল ও’নিল।

ফার্ডিনান্ডের সঙ্গে সামান্থাও মঞ্চে

ড্র অনুষ্ঠানটি পরিচালনা করবেন ইংল্যান্ডের সাবেক ডিফেন্ডার রিও ফার্ডিনান্ড। তাঁকে সহযোগিতা করবেন আন্তর্জাতিক অঙ্গনের সুপরিচিত সঞ্চালক সামান্থা জনসন। তিনিও মঞ্চে এসেছেন।

ড্র অনুষ্ঠানে পটের থেকে বল তোলা পর্ব শুরু

ড্র অনুষ্ঠানে তিনটি পট থেকে প্রথম তিনটি বল তুলেছেন আয়োজক তিন দেশের তিন প্রধান—কানাডার প্রধানমন্ত্রী মার্ক কার্নি, মেক্সিকোর প্রেসিডেন্ট ক্লদিয়া শেইনবাউম ও যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। অনুষ্ঠানটিকে আনন্দময় করে তিনজনই তুলেছেন যাঁর যাঁর দেশের নাম। এ দিয়েই শুরু হয়ে গেছে ২০২৬ বিশ্বকাপ ফুটবলের ড্র অনুষ্ঠানের মূল পর্ব।

আগেই ঠিক করে রাখা হয়েছে, স্বাগতিক মেক্সিকো ‘এ’ গ্রুপে, কানাডা ‘বি’ এবং যুক্তরাষ্ট্র ‘ডি’ গ্রুপে খেলবে। এখন দেখার বিষয় ড্রয়ে তারা প্রতিপক্ষ হিসেবে কোন কোন দলকে পায়।

মঞ্চে স্কালোনি

লিওনেল স্কালোনির অধীনে কাতার বিশ্বকাপ জিতেছে আর্জেন্টিনা। সেই ট্রফি নিয়ে মঞ্চে আসার আহবান জানানো হয় আর্জেন্টিনার কোচকে। তিনি তাঁর বিশ্বকাপ জয়ের অনুভূতি জানিয়েছেন আরেকবার।

অবশেষে ‘শান্তি’ পুরস্কার পেলেন ট্রাম্প

বিশ্বের বিভিন্ন জায়গায় যুদ্ধ ও সংঘাত থামিয়ে বিশ্বব্যাপী শান্তি বার্তা নিয়ে আসায় ডোনাল্ড ট্রাম্পকে প্রথম ফিফা শান্তি পুরস্কার দেওয়া হয়েছে। ফুটবল বিশ্বকে একত্রিত করে আর শান্তির বার্তা পাঠায়। আর ডোনাল্ড ট্রাম্প যুদ্ধ বন্ধ করে শান্তি এনে সেই বার্তাটা ছাড়িয়ে দিয়েছেন বলেই এই পুরস্কার পেয়েছেন। ট্রাম্পের হাতে শান্তি পুরস্কারের পদক তুলে দিয়েছেন ফিফা সভাপতি জিয়ান্নি ইফান্তিনো। এর জন্য যে সার্টিফিকেটটি দেওয়া হয়েছে, সেখান থেকে একটা অংশ পড়ে শোনান তিনি। সেখানে বলা হয়, এটা বিশ্বের ফুটবলপ্রেমী কোটি কোটি মানুষের পক্ষ থেকে এই পুরস্কার দেওয়া হয়েছে।

মঞ্চে রবি উইলিয়ামসের পরিবেশনা

রবি উইলিয়ামসের সঙ্গে দ্বৈত সঙ্গীত পরিবেশনা নিকোল শেরিজিংগারের।

ইনফান্তিনোর স্বাগত বক্তব্য

বিশ্বের কয়েকটি ভাষায় জন এফ কেনেডি হলে থাকা সব অতিথিদের স্বাগত জানান ফিফা সভাপতি জিয়ান্নি ইনফান্তিনো। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও ফার্স্ট লেডি মেলানিয়া ট্রাম্পের জন্য এবং আরও দুই স্বাগতিক দেশ থেকে আসা প্রধানদের হাততালি দিয়ে বরণ করে নেন তিনি।

মঞ্চে হেইদি ক্লুম ও কেভিন হার্ট

স্বাগত সঙ্গীত শেষ। বিনোদন পর্বে অনুষ্ঠান সঞ্চালনা করবেন সুপারমডেল ও এমিজয়ী টেলিভিশন ব্যক্তিত্ব হেইডি ক্লুম; জনপ্রিয় কমেডিয়ান ও অভিনেতা কেভিন হার্ট এবং অভিনেতা ও প্রযোজক ড্যানি রামিরেজ। তাঁরা সবাই একে একে মঞ্চে আসতে শুরু করেছেন।

রেড কার্পেটে ডোনাল্ড ট্রাম্প

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প, সঙ্গে ফিফা সভাপতি জিয়ান্নি ইনফান্তিনো
যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প, সঙ্গে ফিফা সভাপতি জিয়ান্নি ইনফান্তিনোফিফা

আসতে শুরু করেছেন অতিথিরা

তাঁর পরিচয় কি আলাদা করে দেওয়ার দরকার আছে? রোনালদো, দ্য ফেনোমেনন।
তাঁর পরিচয় কি আলাদা করে দেওয়ার দরকার আছে? রোনালদো, দ্য ফেনোমেনন।ফিফা

এক ফ্রেমে দুই কিংবতন্তি—ফ্রান্সের ১৯৯৮ বিশ্বকাপজয়ী দলের ডিফেন্ডার মার্সেল দেশাইয়ের (বাঁয়ে) সঙ্গে কিংবদন্তি বুলগেরিয়ান ফরোয়ার্ড রিস্টো স্টইচকভ।
এক ফ্রেমে দুই কিংবতন্তি—ফ্রান্সের ১৯৯৮ বিশ্বকাপজয়ী দলের ডিফেন্ডার মার্সেল দেশাইয়ের (বাঁয়ে) সঙ্গে কিংবদন্তি বুলগেরিয়ান ফরোয়ার্ড রিস্টো স্টইচকভ।ফিফা

রেড কার্পেটে ইংল্যান্ড কোচ টমাস টুখেল
রেড কার্পেটে ইংল্যান্ড কোচ টমাস টুখেলফিফা

রেড কার্পেটে সুপারমডেল ও এমিজয়ী টেলিভিশন ব্যক্তিত্ব হেইডি ক্লুম। বিনোদন পর্বে অনুষ্ঠান সঞ্চালনা করবেন তিনি।
রেড কার্পেটে সুপারমডেল ও এমিজয়ী টেলিভিশন ব্যক্তিত্ব হেইডি ক্লুম। বিনোদন পর্বে অনুষ্ঠান সঞ্চালনা করবেন তিনি।ফিফা

তৈরি ওয়াশিংটনের কেনেডি সেন্টারের হল রুম
তৈরি ওয়াশিংটনের কেনেডি সেন্টারের হল রুমফিফা

রেড কার্পেটে ব্রাজিল কোচ কার্লো আনচেলত্তি
রেড কার্পেটে ব্রাজিল কোচ কার্লো আনচেলত্তিফিফা

শুরুর আগেই বিতর্ক

ড্র অনুষ্ঠান বয়কট করার কথা জানিয়েছেন ইরান। কারণ, তাদের প্রতিনিধিদলের কয়েকজনের ভিসা মঞ্জুর করেনি যুক্তরাষ্ট্র। তেহরান টাইমস জানিয়েছে, প্রতিনিধি দলের মধ্যে তিনজনের ভিসা দেওয়া হয়নি।

সম্ভাবনায় কোন দল এগিয়ে

ড্রয়ের আগেই অপ্টার সুপারকম্পিউটার করেছে বিশ্বকাপ নিয়ে প্রথম ভবিষ্যদ্বাণী। চলুন দেখে নেওয়া যাক সুপারকম্পিউটারের চোখে কোন দলের বিশ্বকাপ জয়ের সম্ভাবনা কতটুকু

কীভাবে হবে ড্র—জেনে নিন সবকিছু

ওয়াশিংটনের কেনেডি সেন্টারে অনুষ্ঠিত হচ্ছে ড্র অনুষ্ঠান
ওয়াশিংটনের কেনেডি সেন্টারে অনুষ্ঠিত হচ্ছে ড্র অনুষ্ঠানফিফা

কীভাবে হবে এই ড্র, কারা থাকছেন অনুষ্ঠানে, কোন দল আছে কোন পটে, সবকিছু জানতে পড়তে পারেন

ড্র অনুষ্ঠানে স্বাগতম

বিশ্বকাপে কোন দল কোন গ্রুপে খেলবে, কোন দলের পথ কতটা সহজ বা কঠিন হলো—সবকিছুর জানা যাবে ড্র অনুষ্ঠানে
বিশ্বকাপে কোন দল কোন গ্রুপে খেলবে, কোন দলের পথ কতটা সহজ বা কঠিন হলো—সবকিছুর জানা যাবে ড্র অনুষ্ঠানেফিফা

আগামী বছরের ১১ জুন শুরু হবে ফুটবলের মহাযজ্ঞ—বিশ্বকাপ! উদ্বোধনী ম্যাচের ঠিক ১৮৮ দিন আগে ওয়াশিংটনে আজ বসছে দলগুলোর ভাগ্য নির্ধারণী মিলনমেলা— বিশ্বকাপের ড্র! যেসব দেশ এরই মধ্যে বিশ্বকাপের টিকিট নিশ্চিত করেছে, তাদের জন্য এ এক রোমাঞ্চকর অপেক্ষা। আবার যেসব ফুটবলপ্রেমী এরই মধ্যে লটারিতে টিকিট কিনে ফেলেছেন, তাঁরাও জানতে পারবেন, কোন মাঠে কোন খেলা দেখার সৌভাগ্য (বা দুর্ভাগ্য) তাঁদের হবে!

ওয়াশিংটনের কেনেডি সেন্টারে হচ্ছে ড্র অনুষ্ঠান।

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.