‘প্রথমবার চুম্বনের দৃশ্য, স্বভাবতই নার্ভাস ছিলাম’

0
8
স্যাডি সিঙ্ক। রয়টার্স

মুক্তি পেয়েছে ‘স্ট্রেঞ্জার থিংস’-এর পঞ্চম ও শেষ মৌসুমের প্রথম কিস্তি। ২০১৭ সালে নেটফ্লিক্সের আলোচিত সিরিজটিতে যুক্ত হয়ে সারা দুনিয়ার তরুণদের কাছে জনপ্রিয় হয়ে ওঠেন স্যাডি সিঙ্ক। সম্প্রতি দেওয়া সাক্ষাৎকারে ক্যারিয়ার, ব্যক্তিগত জীবনসহ নানা বিষয়ে কথা বলেছেন ২৩ বছর বয়সী মার্কিন অভিনেত্রী।

রাতারাতি তারকা
নেটফ্লিক্সে মুক্তির পরই ‘স্ট্রেঞ্জার থিংস’ হয়ে ওঠে বহুল চর্চিত এক নাম। ২০১৭ সালে সিরিজটির দ্বিতীয় কিস্তিতে যুক্ত হওয়ার পর স্যাডির খ্যাতি পাওয়াটা স্রেফ সময়ের ব্যাপারমাত্র। তবে দেখার বিষয় ছিল, অন্য প্রকল্পগুলোতে তিনি কেমন করেন। ‘দ্য হোয়েল’ ছবিতে অস্কারজয়ী অভিনেতা ব্রেন্ডন ফ্রেজারের বিপরীতে অভিনয় করে সে পরীক্ষায়ও ভালোভাবেই উতরে যান এই মার্কিন অভিনেত্রী। পাশাপাশি নেটফ্লিক্সের আরেক জনপ্রিয় হরর ট্রিলজি ‘ফিয়ার স্ট্রিট’-এও তাঁকে দেখা গেছে।

২০২১ সালে টেইলর সুইফটের স্বল্পদৈর্ঘ্য ছবি ‘অল টু ওয়েল: দ্য শর্টফিল্ম’-এ প্রধান চরিত্রে অভিনয় ছিল স্যাডির ক্যারিয়ারের আরেক বড় মাইলফলক। ছবিটিতে তিনি মানসিক টানাপোড়েন ও যন্ত্রণা পর্দায় ফুটিয়ে তোলেন। ‘এই ছবিতে যখন অভিনয় করি, তখনো আমি কারও প্রেমে পড়িনি, তাই সম্পর্ক ভাঙার তীব্রতা সম্পর্কে কোনো ধারণাই ছিল না। সে কারণেই এ ছবিতে অভিনয় ছিল বড় চ্যালেঞ্জ, পরে সমালোচকদের পাওয়া প্রতিক্রিয়া দেখে মনে হয়েছে, সেটা ভালোভাবেই সামলাতে পেরেছি,’ ভ্যারাইটিকে বলেন স্যাডি।

 ‘স্ট্রেঞ্জার থিংস’-এ স্যান্ডি। নেটফ্লিক্স
‘স্ট্রেঞ্জার থিংস’-এ স্যান্ডি। নেটফ্লিক্স

অল্প অল্প প্রেমের গল্প
ব্যক্তিগত জীবনকে বরাবরই ‘ব্যক্তিগত’ রেখেছেন স্যাডি। অনেকবারই তাঁর প্রেমের গুঞ্জন ছড়িয়েছে। ২০২২ সালের আগস্টে সামাজিক যোগাযোগমাধ্যমে গুঞ্জন ছড়ায়, স্যাডি সিঙ্ক ও ফিন উলফহার্ড সম্পর্কে জড়িয়েছেন। পরে ‘স্ট্রেঞ্জার থিংস’–এর সহ-অভিনেতা ক্যালেব ম্যাকলাফলিনের সঙ্গেও স্যাডির সম্পর্ক নিয়ে গুঞ্জন চাউর হয়। মূলত সিরিজে একসঙ্গে ঘনিষ্ঠ দৃশ্যে অভিনয়ের পর থেকেই এ গুঞ্জনের সূত্রপাত। এ প্রসঙ্গে দ্য র‍্যাপকে স্যাডি বলেন, ‘প্রথমবার চুম্বনের দৃশ্য, স্বভাবতই আমি নার্ভাস ছিলাম। তবে আমি জানতাম, এটা আমার কাজের জন্য জরুরি। তাই অস্বস্তি ছিল না। কিন্তু পরে দেখলাম, ওই মৌসুম প্রচারের পর আমাদের প্রেম নিয়ে অনেক খবর হলো। যা দেখে দুজনেই হেসেছি।’

স্যাডি সিঙ্ক। রয়টার্স
স্যাডি সিঙ্ক। রয়টার্স

স্বপ্নপূরণের অপেক্ষা
ওটিটি আর সিনেমার পর বড় পরিসরে মঞ্চেও আসছেন স্যাডি। আসলে ‘ব্রডওয়ে কিড’ হিসেবে বড় হয়েছেন স্যাডি। মাত্র ১০ বছর বয়সে নিউইয়র্কে মঞ্চনাটকে অভিষেক। তখন থেকেই লন্ডনের বিখ্যাত ওয়েস্ট এন্ডে কাজ করার স্বপ্ন; অবশেষে পূরণ হচ্ছে সেই স্বপ্ন। ২০২৬ সালের মার্চে রোমিও অ্যান্ড জুলিয়েট দিয়ে ওয়েস্ট এন্ডে তাঁর অভিষেক হবে। এ প্রসঙ্গে চলচ্চিত্রবিষয়ক মার্কিন গণমাধ্যম ডেডলাইনকে বলেন, ‘শেক্‌সপিয়ারের এই বিখ্যাত নাটক দিয়ে ওয়েস্ট এন্ডে অভিষেক হবে অবিশ্বাস্য; হঠাৎ এই সুযোগ আসবে ভাবিনি।’

শেষের বাঁশি
শেষ হয়ে যাচ্ছে ‘স্ট্রেঞ্জার থিংস’, সবার মতো স্যাডিও আবেগাপ্লুত। টিন ভোগ সাময়িকীতে দেওয়া সাক্ষাৎকারে তিনি বলেন, ‘শুটিংয়ের শেষ দিনটি কোনো দিন ভুলব না, এতটা আবেগাপ্লুত হয়ে পড়েছিলাম যে কিছুই ঠিকমতো হচ্ছিল না।’ মাত্র ১৪ বছর বয়সে সিরিজটির সঙ্গে যুক্ত হয়েছিলেন, তাই বলা যায়, ‘স্ট্রেঞ্জার থিংস’-এর সঙ্গেই বড় হয়েছেন স্যাডি। ‘শুটিং শেষ হওয়ার পর অনেক দিন মন খারাপ ছিল, এখন সেটা কাটিয়ে উঠেছি। আমাকে এখন নতুন পথ খুঁজে নিতে হবে। ভালো ভালো নির্মাতার সঙ্গে কাজ করতে চাই, নিজে প্রযোজনায় যুক্ত হওয়ার ইচ্ছাও আছে। ভক্তদের শুধু বলতে চাই, সবকিছুর জন্য ধন্যবাদ,’ বলেন স্যাডি।

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.