আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে মানবতাবিরোধী অপরাধে সর্বোচ্চ সাজা মৃত্যুদণ্ডের রায় ঘোষণার দশ দিনের মধ্যেই ফের সাজার মুখে পড়তে যাচ্ছেন ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তবে এবার শুধু শেখ হাসিনা এক নন, সাজা পেতে পারেন তার ছেলে সজীব ওয়াজেদ জয় এবং মেয়ে সায়মা ওয়াজেদ পুতুলও।
মূলত, রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষের (রাজউক) প্লট দুর্নীতির অভিযোগে দুর্নীতি দমন কমিশনের (দুদক) করা পৃথক ৬ মামলার মধ্যে পৃথক তিন মামলায় এই তিনজনসহ অন্যান্য আসামিদের বিরুদ্ধে আজ বৃহস্পতিবার (২৭ নভেম্বর) রায় ঘোষণা করবেন আদালত।
এতে দোষী সাব্যস্ত হলে এই তিনজনের সর্বোচ্চ সাজা যাবজ্জীবন কারাদণ্ড হতে পারে। প্লট দুর্নীতির মামলাগুলোতে একমাত্র আত্মসমর্পণকারী আসামি রাজউকের সাবেক সদস্য (ভূমি-এস্টেট) খুরশীদ আলম। তিনি ছাড়া বাকি কেউই এ মামলায় আদালতে হাজির হননি।
গত ১৭ নভেম্বর আত্মপক্ষ সমর্থনে আসামি খুরশীদ আলম নিজেকে নির্দোষ দাবি করেন। অন্য আসামিরা পলাতক থাকায় নিজেদের নির্দোষ দাবি করতে পারেননি। পরে গত ২৩ নভেম্বর যুক্তিতর্ক উপস্থাপন শেষে রায়ের জন্য ২৭ নভেম্বর দিন ধার্য করা হয়।
উল্লেখ্য, তিন মামলায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা, তার ছেলে সজীব ওয়াজেদ জয়, মেয়ে সায়মা ওয়াজেদ পুতুলসহ মোট ৪৭ জন আসামি। ক্ষমতার অপব্যবহার, অবৈধভাবে সরকারি প্লট বরাদ্দ, জালিয়াতি ও অনিয়মের অভিযোগে তাদের বিরুদ্ধে পৃথক তিনটি মামলা করে দুদক।














