প্রতিদিন ঢাকায় বিভিন্ন সরকারি দপ্তর, রাজনৈতিক দল ও সংগঠনের কোনো না কোনো কর্মসূচি থাকেই। তাই সকালে বের হওয়ার আগে কোথায় কোন কর্মসূচি, তা জেনে নেওয়া ভালো।
রোববার (২৩ নভেম্বর) দিনের শুরুতেই দেখে নিন গুরুত্বপূর্ণ কিছু কর্মসূচির তালিকা।
রিজভীর কর্মসূচি
সকাল ১০টায় ভাসানী মিলনায়তনে দোয়া মাহফিলে অংশ নেবেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী আহমেদ।
এরপর বেলা ১১টায় জাতীয় প্রেস ক্লাবে তোফাজ্জল হোসেন হলে এক আলোচনা সভায় প্রধান অতিথি থাকবেন তিনি।
খসরুর কর্মসূচি
বেলা ১১টায় পিজি হাসপাতাল অডিটোরিয়ামে এক আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী।
ফারুকের কর্মসূচি
বেলা ১১টায় জাতীয় প্রেস ক্লাবের আব্দুস সালাম হলে আয়োজিত এক আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা কাউন্সিলের সদস্য জয়নুল আবদীন ফারুক।
এনসিপির কর্মসূচি
বেলা ১১টায় শাহবাগে আবু সাঈদ কনভেনশন সেন্টারে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) কেন্দ্রীয় নির্বাচন পরিচালনা কমিটির সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হবে।
রাষ্ট্রপতির কর্মসূচি
বিকেলে রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের সঙ্গে একান্ত বৈঠক করবেন বাংলাদেশ সফররত ভুটানের প্রধানমন্ত্রী শেরিং তোবগে।
জাতীয় ইমাম-খতিব সম্মেলন
বিকেল ৩টায় চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে জাতীয় ইমাম-খতিব সম্মেলন অনুষ্ঠিত হবে। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান।
যুবদলের কর্মসূচি
বিকেল সাড়ে ৩টায় নিউমার্কেট থানা যুবদলের উদ্যোগে লিফলেট বিতরণ ও গণসংযোগ কর্মসূচি অনুষ্ঠিত হবে। কাটাবন ঢাল থেকে শুরু হওয়া এ কর্মসূচিতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন বিএনপির আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক ব্যারিস্টার নাসির উদ্দিন আহমেদ অসীম।


















