জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) ও বাংলাদেশ সমাজতান্ত্রিক দলকে (মার্কসবাদী) নিবন্ধন দিয়ে প্রজ্ঞাপন জারি করেছে নির্বাচন কমিশন (ইসি)। মঙ্গলবার (১৮ নভেম্বর) নির্বাচন কমিশন সচিবালয় থেকে এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হয়
প্রজ্ঞাপনগুলোতে বলা হয়, রিপ্রেজেন্টেশন অব দ্যা পিপল অর্ডার, ১৯৭২ এর অনুচ্ছেদ ৬এ-এর বিধান অনুযায়ী নিবন্ধনের শর্তগুলো পূরণ করায় নির্বাচন কমিশন সন্তুষ্ট হয়ে ‘জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) ও বাংলাদেশ সমাজতান্ত্রিক দলকে (মার্কসবাদী) পুনরাদেশ না দেয়া পর্যন্ত নির্বাচন কমিশন রাজনৈতিক দল হিসাবে নিবন্ধন করিয়াছে।
এতে আরও বলা হয়, দলগুলোর মধ্যে এনসিপির জন্য ‘শাপলা কলি’ ও বাংলাদেশ সমাজতান্ত্রিক দলের (মার্কসবাদী) জন্য কাঁচি প্রতীক সংরক্ষণ করা হয়েছে। দল দুইটির নিবন্ধন নম্বর যথাক্রমে ০৫৮, ০৫৯।


















