জাহানারার অভিযোগের ভিত্তিতে সরব তামিম ইকবাল, চাইলেন দৃষ্টান্তমূলক ব্যবস্থা

0
10
সাবেক অধিনায়ক জাহানারা আলম ও সাবেক অধিনায়ক তামিম ইকবাল

বাংলাদেশ নারী ক্রিকেট দলের সাবেক অধিনায়ক জাহানারা আলমের পাশে দাঁড়ালেন জাতীয় পুরুষ ক্রিকেট দলের সাবেক অধিনায়ক তামিম ইকবাল। বৃহস্পতিবার (৬ নভেম্বর) জাহানারা আলম নারী দলের সাবেক নির্বাচক মনজুরুল ইসলাম এবং নারী বিভাগের সাবেক ইনচার্জ প্রয়াত তৌহিদ মাহমুদের বিরুদ্ধে যৌন নিপীড়নের অভিযোগ আনেন। এর প্রেক্ষিতে তদন্ত কমিটি গঠন করেছে বিসিবি। ১৫ কার্যদিবসের মধ্যে তদন্ত প্রতিবেদন ও সুপারিশ জমা দেয়ার কথা জানিয়েছে সংস্থাটি।

শুক্রবার দুপুর ২টা ৩৬ মিনিটে নিজের ভেরিফায়েড ফেসবুক পেইজে তামিম এক দীর্ঘ পোস্ট দেন।

পোস্টে তামিম লেখেন, ‘জাহানারা আলম যে অভিযোগগুলো তুলেছেন, সবগুলোই গুরুতর এবং সেসব সত্যি হলে তা কোনোভাবেই মেনে নেওয়ার মতো নয়। শুধু একজন জাতীয় ক্রিকেটার বা সাবেক অধিনায়ক বলেই নয়, যে কোনো পর্যায়ের ক্রিকেটার হোক বা যে কোনো খেলার ক্রীড়াবিদ কিংবা যে কোনো নারী, কারো প্রতিই এমন আচরণ কোনোভাবেই গ্রহণযোগ্য নয়।’

বোর্ডের তদন্তের প্রেক্ষাপটে তামিম লিখেছেন, ‘বিসিবি একটি তদন্ত কমিটি গঠন করেছে বটে। তবে আমি মনে করি, এসব অভিযোগ খতিয়ে দেখতে জাতীয় ক্রীড়া পরিষদ কিংবা সরকারী পর্যায়ে একটি স্বাধীন তদন্ত কমিটি গঠন করা উচিত, যেখানে বিসিবি সংশ্লিষ্ট কেউ থাকবেন না, যাতে বিন্দুমাত্র পক্ষপাতের সুযোগ না থাকে। যত দ্রুত সম্ভব এই কমিটি গঠন করা উচিত ও সর্বোচ্চ গুরুত্ব দিয়ে ব্যাপারটিকে দেখা উচিত। দ্রুততার সঙ্গে তদন্ত শেষ করে দোষী যে-ই হোক, যার যতটুকু দায় থাকুক, উপযুক্ত ও দৃষ্টান্তমূলক ব্যবস্থা নিশ্চিত করতে হবে।’

ক’দিন আগেই বর্তমান নারী দলের অধিনায়ক নিগার সুলতানা জ্যোতির বিরুদ্ধে অভিযোগ করেছিলেন জাহানারা। কিন্তু বিসিবি তড়িঘড়ি করে বিবৃতি দিয়ে সব অভিযোগ অস্বীকার করে। এ বিষয়ে তামিম লিখেছেন, ‘কয়েকদিন আগে জাতীয় দলের পরিবেশ নিয়েও জাহানারা কিছু অভিযোগ করেছেন, যা বিসিবি পরে উড়িয়ে দিয়েছে। একজন ক্রিকেটার যখন দল নিয়ে এত গুরুতর অভিযোগ করেন, সেসব অবশ্যই খতিয়ে দেখা উচিত। কিন্তু যাচাই না করেই বিসিবি যেভাবে অতি দ্রুত উড়িয়ে দিয়েছে, কখনোই তা কাম্য নয়।’

পোস্টের শেষে নারী ক্রিকেটারদের নিপীড়কদের বিরুদ্ধে আওয়াজ তোলার আহবান জানিয়েছেন বাংলাদেশের সাবেক ওপেনার, ‘জাহানারার অভিযাগের পর আরও বেশ কিছু ঘটনার কথা জানতে পারছি নানা মাধ্যমে। আমি প্রতিটি নারী ক্রিকেটারকে অনুরোধ করব, যারা নানা সময়ে এসব ঘটনার শিকার হয়েছেন, সেটা সরাসরি হোক বা আকারে-ইঙ্গিতে, যে কোনোভাবে হেনস্তার শিকার হয়েছে, সবাই মুখ খুলবেন এবং সাহস নিয়ে এগিয়ে আসবেন। দেশের ক্রিকেট তথা ক্রীড়াঙ্গনের স্বার্থে, বর্তমান আর ভবিষ্যৎ প্রজন্মের স্বার্থে এটা প্রয়োজন।’

কেউ এমন ঘটনার শিকার হয়ে থাকলে তার পাশে দাঁড়ানোর ঘোষণাও দিয়েছেন তামিম, লেখেন, ‘কথা দিচ্ছি, আমাকে ও আমাদেরকে আপনাদের পাশে পাবেন। জাহানারার অভিযোগগুলোর প্রেক্ষিতে যথাযথ ব্যবস্থা যদি না নেওয়া যায়, যদি ন্যায়বিচার নিশ্চিত না করা যায়, তাহলে ভবিষ্যতে কোনো মেয়ে ক্রিকেট বা যে কোনো খেলায় আসতে ভয় পাবে, খেলাকে পেশা হিসেবে বেছে নিতে পিছপা হবে। আমরা সেটা হতে দিতে পারি না।’

প্রসঙ্গত, তামিম এবং জাহানারা দুজনই বর্তমানে আন্তর্জাতিক ক্রিকেট থেকে বেশ দূরে আছেন। তামিম চলে গেছেন অবসরে। জাহানারা বিরতি নিয়ে রয়েছেন অস্ট্রেলিয়ায়।

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.