নির্বাচন কমিশন (ইসি) সচিবালয়ের জ্যেষ্ঠ সচিব আখতার আহমেদ বলেছেন, নির্বাচন কমিশনের সর্বশেষ হিসাব অনুযায়ী দেশে বর্তমানে মোট ভোটার ১২ কোটি ৭৬ লাখ ১২ হাজার ৩৮৪ জন। তবে এই তালিকা চূড়ান্ত নয়। ১৮ নভেম্বর পূর্ণাঙ্গ তালিকা প্রকাশ হতে পারে।
আজ রোববার নির্বাচন কমিশন ভবনে এক প্রেস ব্রিফিংয়ে সাংবাদিকদের ইসি সচিব এসব তথ্য জানান।
আখতার আহমেদ জানান, গত ৩১ অক্টোবর পর্যন্ত ইসির হালনাগাদ ভোটার তালিকা অনুযায়ী পুরুষ ভোটার ৬ কোটি ৪৭ লাখ ৬০ হাজার ৩৮২ এবং নারী ভোটার ৬ কোটি ২৮ লাখ ৫০ হাজার ৭৭২ জন। আর তৃতীয় লিঙ্গের ভোটার (হিজড়া) ১ হাজার ২৩০ জন।
তবে এই তালিকা চূড়ান্ত নয় উল্লেখ করে ইসি সচিব বলেন, কিছু কিছু জায়গায় মাঠপর্যায়ে নির্বাচন কমিশনের কিছু কাজ বাকি আছে। সেটা সম্পন্ন হলে চূড়ান্ত ভোটার তালিকা সম্পর্কে জানা যাবে। তিনি বলেন, ‘চূড়ান্ত ভোটার তালিকা আমার যত দূর মনে পড়ে, ১৮ নভেম্বর এটা প্রকাশ করা হবে।’
দেশে ভোটার বেড়েছে উল্লেখ করে আখতার আহমেদ বলেন, তাঁদের তালিকা অনুযায়ী চূড়ান্ত ধাপে ভোটার বেড়েছে ১৩ লাখ ৪ হাজার ৮৮০ জন। আর সর্বশেষ তালিকা অনুযায়ী দেশে পুরুষ ভোটার নারী ভোটারের চেয়ে ১৯ লাখ ৬ হাজার ৯১০ জন বেশি।
গত ১ সেপ্টেম্বর থেকে ৩১ অক্টোবর পর্যন্ত ভোটার তালিকা হালনাগাদ করা হয়। এর আগে গত ৩১ আগস্ট ভোটারের সংখ্যার কথা জানিয়েছিল ইসি। সেই তথ্য অনুযায়ী দেশের মোট ভোটার ছিলেন ১২ কোটি ৬৩ লাখ ৭ হাজার ৫০৪ জন।
ইসির তথ্য অনুযায়ী, ২০২৪ সালে অনুষ্ঠিত দ্বাদশ সংসদ নির্বাচনে ভোটার ছিলেন ১১ কোটি ৯৬ লাখ, ২০১৮ সালের একাদশ সংসদ নির্বাচনে ছিলেন ১০ কোটি ৪১ লাখ জন। এর আগে ২০১৪ সালের দশম জাতীয় সংসদ নির্বাচনে ভোটার ছিলেন ৯ কোটি ১১ লাখ জন।
প্রবাসী ভোটারদের নিবন্ধন যেভাবে
প্রবাসী ভোটারদের ভোট দিতে অনলাইনে একটি অ্যাপের মাধ্যমে নিবন্ধন করতে হবে। রোববারের ব্রিফিংয়ে ইসি সচিব জানান, এই অ্যাপ এখনো চালু করেনি নির্বাচন কমিশন। ১৬ নভেম্বর এটি চালু করা হতে পারে। তার মানে ১৬ নভেম্বর এবং তার পরবর্তী সময়ে যাঁরা প্রবাসী ভোটার আছেন, তাঁরা নিবন্ধন করতে পারবেন।
সচিব জানান, বিশ্বের যেকোনো জায়গা থেকে প্রবাসীরা এই নিবন্ধনের কাজ করতে পারবেন।
ব্রিফিংয়ে সাংবাদিকেরা গণপ্রতিনিধিত্ব আদেশ (আরপিও) সংশোধন-সংক্রান্ত সর্বশেষ অবস্থা জানতে চাইলে সচিব জানান, এ-সংক্রান্ত সর্বশেষ অবস্থা তাঁর জানা নেই। উপদেষ্টা পরিষদে এর নীতিগত অনুমোদনের পর বাকি কাজটুকু করে আইন মন্ত্রণালয়ের লেজিসলেটিভ ডিভিশন। তারা অধ্যাদেশ জারি করে।
সচিব বলেন, ‘অধ্যাদেশ যতক্ষণ পর্যন্ত না জারি হচ্ছে, ততক্ষণ আমরাও আপনাদের মতো অপেক্ষায় আছি।’
নতুন রাজনৈতিক দলের নিবন্ধন-সংক্রান্ত কার্যক্রমও চলতি সপ্তাহের মধ্যে শেষ হবে, আশা করেন সচিব।
            
















